টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতকে সহজে হারাতে পারবে না পাকিস্তান’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:37 শনিবার, 04 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ মঞ্চে বরাবরই ভারতের কাছে নাকাল পাকিস্তান। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলেছে বাবর আজমের দল। হারের বৃত্ত থেকে বেরিয়ে বিরাট কোহলির দলকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে খেলবে এশিয়ার এই দুই পরাশক্তি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারালেও অস্ট্রেলিয়াতে কোহলি-রোহিত শর্মাদের সহজ হবে না বলে মনে করেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতি তারকা জানান, সঠিক দল নির্বাচন করলে পাকিস্তানকে হারাতে পারে ভারত। এদিকে শোয়েবের দাবি, মেলবোর্নের বেশিরভাগ দর্শক ভারতের হওয়ায় চাপে থাকবে পাকিস্তান।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘ভারত যাকে খুশি পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে দিতে পারে না। ম্যানেজমেন্টের উচিত হবে ভেবে চিন্তে দল নির্বাচন করা। আমার মনে হয় ভারত মজবুত দলই গড়বে। পাকিস্তান এবার এত সহজে জিততে পারবে না।’

‘ভারত সঠিক দল বাছাই করলে তাদের পাকিস্তানকে হারানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শক্তি ও সামর্থ্যের দিক থেকে দুই দলই মোটামুটি সমান, তাই আগে থেকে বেশি কিছু বলা উচিত হবে না।’

চলতি বছরের ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ‍দুই এশিয়ান জায়ান্টের মাঠের লড়াই দেখবে পুরো ক্রিকেট বিশ্ব। যার টিকিটও ইতোমধ্যে বিক্রি শেষ হয়ে গেছে। যেখানে ভারতের প্রায় ৭০ হাজার সমর্থক মাঠে থাকতে পারে। চাপ সামলে মেলবোর্নে ভালো পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে বোলিং করার পরামর্শ দিয়েছেন শোয়েব।

তিনি বলেন, ‘এমসিজির পিচ বেশ ভালো। ভারতের বিরুদ্ধে এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে বল করা পাকিস্তানের জন্য সুবিধাজনক হবে। এক লক্ষ্যের মতো মানুষ এই ম্যাচ দেখতে আসবে। যার মধ্যে ৭০ হাজার দর্শকই ভারতের সমর্থক। সুতরাং, চাপটা কিন্তু পাকিস্তানের উপরই পড়বে।’