বাংলাদেশ-শ্রীলঙ্কা

সাকিবের সঙ্গে ওয়ার্নের মিল পাচ্ছেন ডোনাল্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:10 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকার নাম সাকিব আল হাসান। তাকে ছাড়া একাদশ সাজাতেই যেন গলদঘর্ম  হতে হয় অধিনায়কদের। বিশেষ করে টেস্টে তাকে নিয়মিত পাওয়া যায় না। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও সাদা পোশাকে ফিরেছেন।

বল হাতে পারফর্মও করছেন তিনি। এখনও পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন এই সিরিজে। সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তিনি সাকিবের কথা বলতে গিয়ে উল্টো অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের প্রসঙ্গ টেনে এনেছেন।

ডোনাল্ড বলেন, ‘সাকিবের মতো ছেলেকে কী শিখানো যায়? এটা আমার প্রশ্ন। শেন ওয়ার্নের মতো, তার অনেক অভিজ্ঞতা, পুরো বিশ্বে ঘুরে বেড়ায়। আমি জানি সে আর রাঙ্গার (স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ) খুবই গাঢ় সম্পর্ক। যখনই তাদের দরকার হয় কথা বলে।’

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৬০ রানে ৩টি ও ৫৮ রানে ১ উইকেট নিয়েছিলেন সাকিব। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ৫৯ রানে ৩ উইকেট রয়েছে তার ঝুলিতে। তৃতীয় দিনে ১৭ ওভার হাত ঘুরিয়ে ৬ ওভারই মেডেন নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর কিছুটা প্রশংসা সাকিবের প্রাপ্যই।

সাকিব এই ম্যাচে করুনারত্নেকে যে বলটিতে আউট করেছেন তার সঙ্গে অনেকে শেন ওয়ার্নের একটি ডেলিভারির মিল পাচ্ছেন। ২০০৬ সালের অ্যাশেজে দারুণ এক ফ্লাইটেড ডেলিভারিতে বোল্ড করেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউসকে। সেই ডেলিভারিটির মতোই করুনারত্নেকে বিভ্রান্ত করেছেন সাকিব। ডোনাল্ড অবশ্য সাকিবের এমন বোলিংয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না। তার চাওয়া সাকিব পাঁচ উইকেট নিক।

ডোনাল্ড বলেছেন, ‘আমি ডাগ আউটে বসে কয়েকজনকে বলছিলাম, এবি ডি ভিলিয়ার্স বলেছিল যে সাকিবের বিপক্ষে খেলা কঠিন। আপনি জানেন, সে একজন স্মার্ট অপারেটর। সে খুবই সূক্ষ্মভাবে তার গতি বদলায়, চিপড অ্যাওয়ে, চিপড অ্যাওয়ে। আশা করি কাল যদি সে পাঁচ উইকেট নিতে পারে তাহলে অসাধারণ হবে। এটা দুর্দান্ত তাকে দলে পাওয়া, এই অভিজ্ঞতা বা নেতৃত্ব, এটা অমূল্য।’