নারী ক্রিকেট

প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:28 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র। ২০২২ থেকে  ২০২৫ সালের মধ্যে অনুষ্ঠিত এই ওয়ানডে চ্যাম্পিয়নশিপে নবম এবং দশম দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড।

আগামী ২০২৫ সালের মধ্যে দশ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। এই সময়ে প্রত্যেক দল আটটি করে সিরিজ খেলবে এবং প্রত্যেকটি সিরিজ হবে তিন ম্যাচের। এখানে চারটি হবে হোম সিরিজ এবং বাকি চারটি হবে অ্যাওয়ে সিরিজ।

এই চ্যাম্পিয়নশিপের সবগুলো সিরিজ শেষে পয়েন্ট টেবিলের সেরা পাঁচ দল সরাসরি খেলবে ২০২৫ বিশ্বকাপে। তাদের সঙ্গে যোগ দেবে স্বাগতিক দল। যদিও এখনও পর্যন্ত ২০২৫ বিশ্বকাপের স্বাগতিক দলের নাম ঘোষণা করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাকি চার দল অংশ নেবে কোয়ালিফায়ারে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১১তম এবং ১২তম দলকে সঙ্গে নিয়ে মোট ছয় দলের হবে এই কোয়ালিফায়ার পর্ব। এখান থেকে সেরা দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে। মোট আট দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৫ বিশ্বকাপ।

২০২২ থেকে ২০২৫ চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ঘরের মাঠে মোট চারটি সিরিজ খেলবে। এই সময়ে বাংলাদেশ সফর করবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং আয়ারল্যান্ড।

এই সময়ে বিদেশের মাটিতে আরও চারটি ওয়ানডে সিরিজ টাইগ্রেসরা। ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।