শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ

শ্রীলঙ্কা সফর নিয়ে উদ্বিগ্ন অজি ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:53 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় দিনে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সুবিধা পাচ্ছে তারা। সেই সঙ্গে খাদ্য সঙ্কট তো রয়েছেই। এমন অবস্থায় শ্রীলঙ্কা সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। যদিও সফরে যাওয়া না যাওয়ার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপরই ছেড়ে দিয়েছেন অজি ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে টড বলেন, ‘শ্রীলঙ্কায় পরিস্থিতি নিয়ে খুব সচেতন খেলোয়াড়রা। এটা বলা ন্যায্য যে, যখন খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ঘাটতি ও জ্বালানি রেশনের মতো পরিস্থিতির মুখোমুখি শ্রীলঙ্কার জনগণ, তখন সেখানে সফর নিয়ে অস্বস্তিতে খেলোয়াড়রা।’

সবকিছু ঠিক থাকলে জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে অজিদের। এই সফরে তারা তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে। শঙ্কার মধ্যে থাকলেও এই সফর চালিয়ে যেতে চান অজি ক্রিকেটাররা।

সেরকম ইঙ্গিত দিয়েই টড বলেছেন, ‘শেষ পর্যন্ত আমাদের খেলোয়াড় ক্রিকেট খেলা চালিয়ে যেতে চায় এবং সফরের বন্দোবস্ত ও পরিকল্পনা নিয়ে সিএর কাছ থেকে নির্দেশনা ও পরামর্শ নেবে।’ শ্রীলঙ্কায় এরই মধ্যে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে।

এর ফলে চরমে পৌঁছেছে জ্বালানি ও ঔষধ সঙ্কট। বিদেশ থেকেও প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।এই সঙ্কটের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রনিল বিক্রমসিংহে।