আইপিএল

৮৯ রানের ইনিংস খেলেও সন্তুষ্ট হতে পারছেন না বাটলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:50 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বড় শট আর আক্রমণাত্মক ক্রিকেটের জন্যই বেশি পরিচিত জস বাটলার। তবে প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে বেশ ধুঁকেছেন তিনি। অবশ্য পরে তা পুষিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন। কিন্তু তার পরও সন্তুষ্ট হতে পারছেন না এই ইংলিশ ওপেনার।

গুজরাটের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় বলেই চার মেরেছিলেন বাটলার। কিন্তু এরপর রান করতে গিয়ে বেশ ভুগেছেন এই ইংলিশ ওপেনার। যদিও অন্যদিকে সাঞ্জু স্যামসন তিন নম্বরে খেলতে নেমে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করেছেন। 

বাটলার বলেন, ‘ আমি শুরুতে (রান তুলতে) বেশ ভুগেছি। এরপর সাঞ্জু (স্যামসন) এল এবং প্রথম বল থেকেই দুর্দান্ত খেলা শুরু করল, তাই আমি তাকে স্ট্রাইক দিতে চাচ্ছিলাম। এটা আমার সবচেয়ে সাবলীল ইনিংস ছিল না। কিন্তু আমি উইকেটে থাকতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছিলাম এবং ভাগ্য সঙ্গে ছিল।‘

প্রথম ৩৮ বলে বাটলার করেন মাত্র ৩৯ রান। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসেন। বাকি ১৮ বলে করেন ৫০ রান। মূলত তিনি ইনিংস শেষ করে আসতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত তা করতে পেরেছেন এই অভিজ্ঞ ওপেনার।

এ প্রসঙ্গে বাটলারের ভাষ্য, ‘আমি সেখানে (উইকেটে) টিকে থাকার চেষ্টা করেছি। আমি জানি, একটা পর্যায়ে গিয়ে বড় শট খেলতে পারব। আজ এটা দেরীতে করতে পেরেছি, কখনো আপনি দেখবেন এটা শুরুতে করতে পারছি। কিন্তু আমি উইকেটে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। এটা আমাদের জন্য বড় ম্যাচ ছিল এবং আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় স্কোর নিশ্চিত করতে চেয়েছিলাম।'

ক্রিকেটে প্রতিপক্ষের বোলাররা সবসময় চেষ্টা করেন ব্যাটারকে ঘাবড়ে দিয়ে উইকেট তুলে নেয়ার। তবে ঘাবড়ে না গিয়ে স্বাভাবিক ব্যাটিংয়ের পরামর্শ বাটলারের। প্রয়োজনে নিজের দাম্ভিকতা বর্জন করতে হবে বলে মনে করেন এই ইংলিশ ওপেনার।

তিনি বলেন, 'মাঝেমধ্যে আপনার দাম্ভিকতা বর্জন করতে হবে। যদি আপনার কঠিন মনে হয়, জোর করে কিছু করা যাবে না। ঘাবড়ানো যাবে না। আমি জানি প্রতিপক্ষ আমাকে ঘাবড়াতে বাধ্য করবে এবং আউট করতে চেষ্টা করবে। তাই আমি শুধু চেষ্টা করেছি, সেখানে টিকে থাকতে। সময় কাটাতে চেয়েছি এবং যখন সুযোগ পেয়েছি,খেলেছি।‘