আইপিএল

চেন্নাই-মুম্বাইয়ের ভক্তরা আমাদের সমর্থন দেবে: কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:50 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পয়েন্ট টেবিলের নিচের দিকে থেকে আসর শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুই দল গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর তাদের সমর্থকরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সমর্থন করছে এমনটাই বিশ্বাস দীনেশ কার্তিকের।

এবারের আসরের শুরু থেকেই ভিন্নরূপে দেখা গেছে মুম্বাইকে। আসরের প্রথম আট ম্যাচে টানা হারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রোহিত শর্মার দল। অন্যদিকে চেন্নাইও তাদের সেরাটা দিতে পারেনি।

শুরুতে রবিন্দ্র জাদেজার নেতৃত্বে খেললেও আসরের মাঝপথেই আবারও মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। পয়েন্ট টেবিলে উন্নতি করতে পারেনি তারা।

এদিকে বেঙ্গালুরু আসরের শুরু থেকেই মুদ্রার দুই পিঠই দেখেছে। তবে শেষ পর্যন্ত প্লে অফের সমীকরণ মিলিয়েছে ফাফ ডু প্লেসির দল। কার্তিকের বিশ্বাস, বেঙ্গালুরু ফাইনালে গেলে মুম্বাই এবং চেন্নাইয়ের ভক্তরা তাদের সমর্থন দেবে। তিনি বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ভক্তরাও আমাদের সেখানে (ফাইনালে) দেখে সত্যিই গর্বিত হবে।'

এবারের আসরের শুরুর দিকে বেঙ্গালুরুর বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ফর্মে ছিলেন না। বিশেষ করে বিরাট কোহলি রান পাননি এবং গ্লেন ম্যাক্সওয়েল বিয়ের ছুটিতে ছিলেন। সবমিলিয়ে আসরের শেষ দিকে এসে দারুণ ক্রিকেট খেলছে তারা। কার্তিক মনে করেন, প্লে অফে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব।

কার্তিক বলেন, 'এখন এটি আমাদের জন্য আরেকটি সংক্ষিপ্ত যাত্রা। আমাদের সেরাটা দিতে হবে। (প্লে অফে) সুযোগ পাওয়ার পর থেকে আমরা খেলতে মুখিয়ে আছি। বেঙ্গালুরুর সমর্থকদের মুখে হাসি ফুটাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।'