আইপিএল

মিলারের ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শনীতে ফাইনালে গুজরাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:06 বুধবার, 25 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সরাসরি ফাইনাল নিশ্চিত করতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুজরাট টাইটান্সের শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৪৩ রান। উইকেটে ছিলেন দুই মারকুটে ব্যাটার হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার। শেষ ওভারে সেই সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১৬ রানে।

হ্যাটট্রিক ছক্কায় ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয়ে গুজরাটের ফাইনাল নিশ্চিত করেন মিলার। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে। ২৭ বলে ৪০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন হার্দিকও।

অবশ্য রাজস্থানের দেয়া ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। তারা ইনিংসের দ্বিতীয় বলেই হারায় ঋদ্ধিমান সাহার উইকেট। তিনি কোনো রান না করেই আউট হন।

এরপর শুভমান গিল ও ম্যাথু ওয়েড মিলে যোগ করেন ৭২ রান। গিল আউট হয়েছেন ৩৫ রান করে। আর ওয়েডের ব্যাট থেকে আসে ৩৫ রান। রাজস্থানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও ওবেড ম্যাকয়।

রাজস্থানের হয়ে এই ম্যাচে একাই লড়েছেন জস বাটলার। এই ইংলিশ ওপেনার একপ্রান্ত আগলে রেখে ৫৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক সাঞ্জু স্যামসন।

তার ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস। মিডল অর্ডারে দারুণ খেলেছেন দেবদূত পাডিকাল। তিনি ২০ বলে ২৮ রান করে আউট হয়েছেন।

শেষ দিকে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালে রাজস্থানের সংগ্রহ থামে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে। গুজরাটের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, ইয়াস দয়াল, সাই কিশোর ও হার্দিক।