বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

সবাই চায় আমি পারফর্ম করি: লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:08 মঙ্গলবার, 24 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পুল, হুক কিংবা স্ট্রেইট ড্রাইভ, নান্দনিক শটে দারুণ সব ইনিংস খেলছেন লিটন দাস। সর্বশেষ দেড বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। এমনকি বিশ্বের সেরা উইকেটকিপারদেরও একজন। অথচ সর্বশেষ বছরে সংক্ষিপ্ত ফরম্যাটে ছিলেন নিস্প্রভ। নিজেকে মেলে ধরতে পারছিলেন না ঠিকঠাকভাবে। 

বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ছিলেন একেবারে ফর্মহীন। যে কারণে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে লিটনকে। ওয়ানডে ও টেস্টে ধারাবাহিকভাবে পারফর্ম করায় প্রশংসায় ভাসছেন ডানহাতি এই ব্যাটার। সমালোচকদের নিয়ে কথা বলতে গিয়ে দারুণ ছন্দে থাকা লিটন জানিয়েছেন, সমালোচনাকে পাত্তা দেন না তিনি।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সমালোচনা হবেই। আমার যেহেতু জীবনটা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভালো খেললে আপনারা বাহবা দেবেন বা জনগন দেবে, খারাপ খেললে সেম জিনিসটাই করবে (সমালোচনা)। কারণ তারা চায়, আমি পারফর্ম করি। এই ব্যাপারটা আমাকে আর নাড়া দেয় না।’

‘আমি চেষ্টা করি, আমি কতখানি মনোযোগী অনুশীলনে, প্র্যাকটিস মেথডটা কী, আমার প্রক্রিয়াটা অনুসরণ করছি কিনা। প্রক্রিয়া অনুসরণ না করলে আমি নিজের কাছে অপরাধী যে, অনুসরণ করছি না। আমি স্রেফ আমার প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করি। ফলাফল ওপরওয়ালার হাতে।’

ছোট্ট ক্যারিয়ারে চড়াই-উতরাই দেখেছেন লিটন। অনুশীলন মেথড বদলে ক্যারিয়ারের বাজে সময়কে পেছনে ফেলেছেন ২৭ বছর বয়সি এই ব্যাটার। নিজের মানসিকতার পরিবর্তন নিয়ে লিটন জানিয়েছেন, ব্যর্থতা থেকেই উন্নতি করেছেন। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটে কখনও ব্যর্থ হবেন আবার কখনও সাফল্য পাবেন।

লিটন বলেন, ‘চেষ্টা সবসময় করি। কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করেছি, কালকে আবার খারাপ হলে হতেও পারে। এটাই মানুষের জীবন, এটা নিয়েই চলতে থাকবে।’

‘মানসিকভাবে শক্ত থাকার ব্যাপারটা আসল, লোকে যখন ব্যর্থ হয়, তখনই আস্তে আস্তে মাথার মধ্যে চলে আসে। উন্নতি সেখান থেকেই হয়। ব্যর্থ না হলে কখনও বুঝবেন না আপনার মানসিকতা কোন দিকে যাচ্ছে।’