আইপিএল

অর্জুনকে পরিশ্রম করে যেতে বললেন শচীন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:07 মঙ্গলবার, 24 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট বিশ্বের অন্যতম সফলতম ব্যাটার শচীন টেন্ডুলকার। তাই তার ছেলে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে প্রত্যাশা সীমানাছাড়া। এরই মধ্যে ভারতের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আলোচনায় আছেন অর্জুন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মেগা নিলাম থেকে তা দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও গ্রুপ পর্বে ১৪ ম্যাচের সবকটিতেই সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে শচীন পুত্রকে। 

এমন অবস্থায় ভেঙ্গে না পড়ে, কঠিন মানসিকতা নিয়ে লড়াইয়ে থাকার পরামর্শ দিয়েছেন শচিন। জানিয়েছেন অর্জুনের সঙ্গে কথা হলে প্রায়ই তিনি বলেন, এই পথটা অনেক চ্যালেঞ্জিং। তাই লক্ষ্যে পৌঁছাতে কঠিন পরিশ্রম করে যাওয়ার বিকল্প নেই।

সম্প্রতি শচিনসাইটের একটি অনুষ্ঠানে আলাপকালে তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গে কথোপকথনে আমি সবসময় বলি যে এই পথ হতে যাচ্ছে চ্যালেঞ্জিং, এই পথ কঠিন। তুমি ক্রিকেট খেলতে শুরু করেছ কারণ তুমি ক্রিকেট ভালোবাসো। এটা করে যাও। কঠোর পরিশ্রম করো, দেখবে ফল আসছে।’

আইপিএলের আগের আসরেও মুম্বাইয়ের স্কোয়াডে ছিলেন অর্জুন। তবে তাকে কোনো ম্যাচে খেলায়নি দলটি। এমন অবস্থায় ছেলেকে খেলানোর জন্য কোনো হস্তক্ষেপ করতে চান বলেও সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন এই ব্যাটিং জিনিয়াস।

তিনি বলেন, ‘আমরা যদি নির্বাচন নিয়ে কথা বলি, আমি কখনো নির্বাচনে নিজেকে জড়াইনি। এসব ব্যাপার (টিম) ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছি কারণ আমি সবসময় এভাবেই কাজ করেছি।’