আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ

আফগানিস্তানের ওয়ানডে দলে জিয়া, বাদ পড়লেন গুলবাদিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:02 মঙ্গলবার, 24 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার (২৪ মে) দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জিয়া উর রহমান আকবর। সেই সঙ্গে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন এই সিরিজ শুরু হবে ৪ জুন থেকে। টি-টোয়েন্টি দলে রাখা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটার কাইস আহমেদ ও মুজিব উর রহমানকে। মূলত তারা এই সময় ভাইটালিটি ব্লাস্টে ব্যস্ত থাকার কারণে তাদের রাখা হয়নি টি-টোয়েন্টি দলে।

আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ওয়ানডে কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন জিয়া। ১২ গড়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এদিকে কাইস ভাইটালিটি ব্লাস্টে খেলবেন কেন্টের হয়ে। আর মুজিব ওয়ানডে সিরিজ শেষ করে ভাইটালিটি ব্লাস্টে মাঠে নামবেন মিডলসেক্সের হয়ে। 

এই দুজনের বদলি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে নেয়া হয়েছে ইহসানউল্লাহ জান্নাত ও নূর আহমেদকে। আর গুলবাদিন সর্বশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। তার ওয়ানডের পারফরম্যান্সটা নির্বাচকদের প্রত্যাশা মেটাতে পারেনি। সর্বশেষ ১০ ওয়ানডেতে মাত্র দুই উইকেট নিয়েছেন গুলবাদিন। ব্যাট হাতে রান করেছেন মাত্র ১৩.৭৫ গড়ে।

নূর ও নিজাত মাসুদকে ওয়ানডে দলের রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই জিম্বাবুয়ের বিমান ধরবে আফগানিস্তান দল। এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। পয়েন্ট টেবিলে আফগানদের বর্তমান অবস্থান ৫ নম্বরে। জিম্বাবুয়ে রয়েছে ১২ নম্বরে। ফলে দুই দলের জন্যই সিরিজটি সমান গুরুত্বপূর্ণ।

ওয়ানডে স্কোয়াড-

হাসমতুল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকী, ইব্রাহীম জাদরান, ইকরাম আলিখাইল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই ও জিয়া উর রহমান আকবর।

রিজার্ভ- নূর আহমেদ, নিজাত মাসুদ।

টি-টোয়েন্টি স্কোয়াড-

মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, ডারউইস রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইহসানুল্লাহ জানাত, করিম জানাত, নিজাত মাসুদ, নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান গনি।