অস্ট্রেলিয়া ক্রিকেট

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ভেটরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:06 মঙ্গলবার, 24 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত এপ্রিলেই অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার তার সহকারি হিসেবে সিএ নিয়োগ দিয়েছে ড্যানিয়েল ভেটরিকে। নিউজিল্যান্ডের সর্বকালের সেরা স্পিনার এখন থেকে পূর্ণ মেয়াদে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

কয়েকমাস আগের পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার সাথে সাদা বলের ক্রিকেটে কাজ করেছিলেন ভেটরি। তার কোচিং প্রক্রিয়া মনে ধরেছে সিএ'র। আর তাই পূর্ণ মেয়াদে তাকে কোচ হওয়ার প্রস্তাব দেয় তারা। প্রস্তাব লুফে নেন ভেটরিও।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের হাই-পারফরম্যান্স ম্যানেজার বেন অলিভার বলেন, 'একজন খেলোয়াড় এবং কোচ হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই তার আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রায় অতুলনীয় এবং তার কৌশলগত অন্তর্দৃষ্টি, কোচিং পদ্ধতি এবং সহযোগিতামূলক মনোভাব অ্যান্ড্রু এবং দলের জন্য অমূল্য হবে।'

ভেটরির সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার বর্তমান কোচ ম্যাকডোনাল্ডের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে একসাথে খেলেছিলেন তারা। পরবর্তীতে দলটির কোচিংও করান তারা।

বেঙ্গালুরুতে ভেটরির সহকারি হিসেবে কাজ করেছিলেন ম্যাকডোনাল্ডের। সেই থেকে তাদের সম্পর্ক বেশ ভালো। অজি গণমাধ্যমগুলোর দাবি ম্যাকডোনাল্ড-ভেটরির পূর্বের রসায়নই তাদের অস্ট্রেলিয়া ডাগ-আউটে একত্রিত করেছে।

কোচ হিসেবে ইতোমধ্যেই বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ভেটরি। বেঙ্গালুরু ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট ও ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।