বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

লিটনের আরও অনেক দূর যেতে হবে, বলছেন ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:50 সোমবার, 23 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারের শুরুর দিকে একটু ধুঁকলেও সম্প্রতি সাদা পোশাকে রঙ ছড়াচ্ছেন লিটন। সর্বশেষ দুবছরে টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। হয়ে উঠেছেন বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দারুণ ফর্মে থাকা লিটন ক্যারিয়ারে ১২ হাফ সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি পেয়েছেন তিনটি। 

সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে। ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেয়া লিটনের প্রশংসা করেছেন রাসেল ডমিঙ্গো। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, লিটনের আরও অনেক দূর যেতে হবে।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ডমিঙ্গো বলেন, ‘এটা তৃতীয় সেঞ্চুরি। তার এখনও অনেক দূর যেতে হবে। সে অসাধারণ খেলোয়াড়, দেখার জন্য শান্তির। তার হাতে অনেক সময়। কিন্তু আশা করি এটা সফল টেস্ট ক্যারিয়ারের মাত্র শুরু। সে গত দেড় বছর ধরে দারুণ কাজ করছে। কিন্তু তারটা এখনও শেষ হয়নি।’

২০১৯ সালের জানুয়ারি থেকে ৩২ ইনিংস খেলা লিটনের ব্যাট থেকে এসেছে প্রায় ১ হাজার তিনশ রান। ৪০ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটার সেই সময় তিন সেঞ্চুরির সঙ্গে করেছেন ৮টি হাফ সেঞ্চুরি। মানসিকতা ও প্রস্তুতির মেথড পরিবর্তনের ফলে এমন সাফল্য পাচ্ছেন বলে জানিয়েছিলেন লিটন।

আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ। ডমিঙ্গো মনে করেন, ব্যাটিং টেকনিকের সেই উন্নতির ফলেই সাফল্য পাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার। লিটন নিজের খেলাটা বেশ ভালোভাবে বুঝছেন বলে জানান বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় টেকনিক খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেটে। লিটন তার খেলাকে মূল্য দিচ্ছে। সে খুব ভালো ব্যাটিং টেকনিকে উন্নতি করেছে। সে গত দেড় বছর ধরে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার ভালো উপায় পেয়েছে। জানে কখন কাজ করতে হবে, আর কখন হবে না। সে ভালো একটা রুটিন মেনে চলছে।’