বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:28 সোমবার, 23 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান। টাইগারদের স্কোরটায় ভদ্রস্থ চেহারা দেয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিম ও লিটন দাসের। দুজনে অবিচ্ছিন্ন ২৫৩ রানের জুটি গড়েছেন। এই জুটি না হলে ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের সামনে ছিল বড় বিপদ।

যদিও বাংলাদেশের এই বিপর্যয়ের সময় মাঠে ছিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

সোমবার (৫ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন জানিয়েছেন সেই সময় তিনি মাঠে থাকলে হার্ট অ্যাটাক করে ফেলতেন। পাপন বলেছেন, ‘ওই সময় থাকলে হার্ট অ্যাটাক হতো, আল্লাহর রহমত আমি ছিলাম না। আমি তো প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম।'

প্রধানমন্ত্রীর মুখেই বাংলাদেশের বিপর্যয়ের কথা শুনেছিলেন বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন,'প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, “এই, কি অবস্থা খেলার?” আমি বললাম, ‘আপা, সাহস নেই দেখার। যতক্ষণ মাঠে না যাব, আমি শুনছি না।”

অবশ্য পাপন যখন মাঠে ফিরেছেন ততক্ষণে বিপর্যয় সামলে নিয়েছেন লিটন ও মুশফিক। তাই এ দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি। এমন চাপের মধ্যে অভিজ্ঞ এই দুই ব্যাটারের জন্য ব্যাটিং করা সহজ ছিল না বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, ‘মাঠে এসে লিফটের সামনে দাঁড়িয়ে দেখলাম এই অবস্থা। তখন তো ন্যাচারালি একটা শক (পেলাম)। তবে যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করেছে, বিশেষ প্রশংসা ওদের প্রাপ্য। অবিশ্বাস্য…। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। অমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।’