আইপিএল

মুম্বাইয়ের জার্সিতে ডেভিডকে ছবি পাঠিয়েছিলেন কোহলি-ডু প্লেসিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:35 রবিবার, 22 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শনিবার (২১ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে না থেকেও ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেননা দিল্লির মতো বেঙ্গালুরুও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌড়ে ছিল। শেষ চারে জায়গা পেতে তাই মুম্বাইকে সমর্থন করেছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। এমনকি মুম্বাইয়ের বিদেশি ব্যাটার টিম ডেভিডের ফোনে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পড়ে ছবি পাঠিয়েছিলেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা।

সেই ডেভিডের ১১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসেই দিল্লি ছিটকে যায়, ফলে প্লে-অফে চলে যায় বেঙ্গালুরু। ম্যাচ শেষে সিঙ্গাপুরের ব্যাটার ডেভিডই দিয়েছেন এই খবর।

ডেভিড বলেন, ‘আমি ফাফের (ডু প্লেসি) থেকে আজ সকালে মেসেজ পেয়েছি- সেখানে সে, ম্যাক্সি (ম্যাক্সওয়েল) এবং বিরাট (কোহলি) সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পড়েছিল। সম্ভবত আমি সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করব।'

শনিবার ডেভিড যখন ব্যাটিংয়ে নামেন, তখন মুম্বাইয়ের জয়ের জন্য দরকার ছিল ৩৩ বলে ৬৬ রান। ওভারপ্রতি দরকার ১২ রান করে। উইকেটে এসেই তিনি ঝড় তোলা শুরু করেন। তার ১১ বলে চার ছক্কা ও দুই চারের ইনিংসে মুম্বাইয়ের জয় সহজ হয়ে যায়।

নিজের ইনিংস নিয়ে ডেভিডের বক্তব্য, ‘ইশান (কিশান) বলেছিল, উইকেট ধীরে ধীরে ফ্ল্যাট হচ্ছে। স্লোয়ার বলগুলো উইকেটে থাকছে কিন্তু আমি নিজেকে ধরে রেখেছি এবং সহজভাবে খেলেছি।‘

এবারের আইপিএলে ৮ ম্যাচে ৩৭.২ গড়ে ১৮৬ রান করেছেন ডেভিড। সিঙ্গাপুরের এই হার্ড-হিটারের স্ট্রাইকরেট ছিল ২১৬.২৮। এমন পারফরম্যান্সের জন্য তিনি ফিটনেসে জোর দিয়েছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘মৌসুমের শুরুতে আমি বলের দিকে ঝুঁকে পড়ছিলাম । তাই আমি ফিট থাকতে কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই কঠিন মৌসুম গেছে তবে আমরা ভালো ক্রিকেট খেলেছি।‘