এশিয়া কাপ

২০২৫ এশিয়া কাপ শেখ হাসিনা স্টেডিয়ামে!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:02 রবিবার, 22 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ সফরে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন আইসিসির এই শীর্ষ কর্মকর্তা। এরপর সেখান থেকেই পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা স্টেডিয়ামের প্রস্তাবির প্রকল্প ঘুরে দেখেন তিনি।

সেখানে আইসিসি চেয়ারম্যানের সফরের বিস্তারিত জানিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানিয়েছেন শেখ হাসিনা স্টেডিয়ামে ২০২৫ এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।

অবশ্য এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল এই স্টেডিয়ামে ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এবার এশিয়া কাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানালো বিসিবি। এই বিষয়ে আইসিসি চেয়ারম্যানের সঙ্গেও কথা হবে বলে জানিয়েছেন টিটু।

তিনি বলেন, '২০৩১ তো অনেক দূর। পরিকল্পনা করছি যে, ২০২৫ সালের এশিয়া কা্পের মধ্যে এই স্টেডিয়াম তৈরি করতে পারি কিনা। তাকে (আইসিসি সভাপতি) আমরা এভাবেই বললাম। আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ের মধ্যে আমরা এই স্টেডিয়ামের কাজ শুরু করতে পারি। এটা সম্পন্ন করে যেন আমরা এশিয়া কাপ এখানে আয়োজন করতে পারি। সেভাবেই পরিকল্পনা চলছে। এটাই আনুষ্ঠানিকভাবে আমরা জানালাম।'

রবিবার সন্ধ্যায় বিসিবির আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন বার্কলে। এরপর সোমবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের কিছু অংশ দেখার কথা রয়েছে তার। এরপর দুপুরে তার সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। এরপর মঙ্গলবার দুপুরে তার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।

আইসিসি চেয়ারম্যানের সফর সূচি জানিয়ে টিটু বলেছেন, 'কালকে দুপুরের দিকে তিনি যাবেন সিলেটে। শুরুতে তিনি ঢাকায় থাকবেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথমার্থ পর্যন্ত তিনি এখানে থাকবেন। এরপর হেলিকাপ্টারে তিনি সিলেটে চলে যাবেন। সেখানে কিছুক্ষণ ঘুরে হেলিকাপ্টারেই ফিরবেন তিনি। পরশুদিন সকালে তিনি চলে যাবেন।'