আইপিএল

দেড় কোটির হাঙ্গারগেকারকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:10 রবিবার, 22 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছে। সেই ম্যাচে ৫ উইকেটে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে।

এই মৌসুমে মুকেশ চৌধুরি, মাহিশ থিকশানাসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়মিত খেলিয়েছে চেন্নাই। অবশ্য পুরো আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাজবর্ধন হাঙ্গারগেকার।

আইপিএলের এবারের আসরের মেগা নিলামে হাঙ্গারগেকারকে ১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তবে তাকে নেয়ার কোনো প্রয়োজনই অনুভব করেনি চেন্নাই।

চেন্নাই দলপতি ধোনি জানিয়েছেন, হাঙ্গারগেকার ম্যাচ খেলার মতো প্রস্তুত নন। মূলত প্রথম শ্রেনির খুব বেশি ম্যাচ না খেলায় তাকে কোনো ম্যাচ খেলায়নি চেন্নাই। এমনটাই জানিয়েছেন ধোনি।

এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘সে ভাল লেংথে মোটামুটি ভাল গতিতে বল করে। বাউন্সও পায়। তবে এই পর্যায়ে ওকে তার বাকি বিষয়গুলোও উন্নতি করার সময় দেওয়াটা জরুরি। খুব বেশি প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা কাউকে হঠাৎ করে অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের পর আইপিএলে ঠেলে দেওয়া উচিত নয়।'

হাঙ্গারগেকারকে আরও উন্নতির পরামর্শ দিয়ে ধোনি বলেন, 'আমরা অবশ্যই তরুণদের গড়ে তুলতে চাই। তবে তার পাশাপাশি তাদেরকে যথেষ্ট সময়ও দিতে হবে যাতে তারা সম্পূর্ণভাবে নিজেদের প্রস্তুত করতে পারে। তার প্রতিভা সত্যিই আমাদের উচ্ছ্বসিত করে, তবে কিছু কিছু জায়গায় আমরা চাই ও আরও উন্নতি করুক।’