বাংলাদেশ ক্রিকেট

আমরা চাই মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক: জালাল ইউনুস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:10 শনিবার, 21 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরেই সাদা পোশাকের ম্যাচ খেলছেন না মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কদিন পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরের টেস্ট দলে মুস্তাফিজকে পেতে মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাদা পোশাকের দুই নিয়মিত বোলার তাসকিন আহমেদ ও শরিফুলের ইনজুরির কারণে মুস্তাফিজকে দলে ফেরাতে উঠেপড়ে লেগেছে বিসিবি। যদিও এই পেসার টেস্ট নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন। তবুও দলের প্রয়োজনে ক্যারিবীয় সফরে সাদা পোশাকে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আমরা বলেছি তাকে খেলতে। মুস্তাফিজ চাচ্ছিল না খেলতে। আমরা বলেছি খেলতে হবে। কারণ আমাদের সামনের সারির দুজন বোলার নাই। খুব গুরুত্বপূর্ণ দুটো বোলার নাই। আমরা মনে করি মুস্তাফিজের সার্ভিস এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে জানিয়েছি। সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। তাও দল দিলে আপনারা বুঝতে পারবেন।'

টেস্ট খেলতে না চাওয়ার পেছনে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন মুস্তাফিজ। এর মধ্যে দীর্ঘদিন ধরে টেস্ট না খেলা ও লম্বা সময় ধরে আইপিএলের বায়োবাবলে থাকাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। নির্বাচকদের সঙ্গেও এ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এই পেসারের। রবিবার ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দল। এরপরই জানা যাবে মুস্তাফিজ টেস্ট খেলবেন কিনা ক্যারিবীয় সফরে।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, 'আজকে হয়তো ওর নির্বাচকদের সঙ্গে কথা হবে। হয়তো এটা আপনারা কালকের মধ্যে জেনে যাবেন। আমরা যখন তিনটি ফরম্যাট নিয়ে জানতে চেয়েছিলাম, সে বলেছে বায়োবাবল না থাকলে সে খেলবে। আমরাও চাচ্ছি না শুধু মুস্তাফিজ , পেস বোলার যারা আছে। তারা বেশ ইনজুরি প্রবণ থাকে। আমরা চাইবো এই জায়গাটায় একটু রোটেড করে খেলানোর জন্য।'

পেস বোলাররা বরাবরই ইনজুরি প্রবণ। এর ফলে পেসারদের বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পরিকল্পনা করেছে বিসিবি। এর ফলে নিয়মিত টেস্ট না খেললেও তাকে টেস্টে খেলতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা। 

জালাল ইউনুস বলেন, 'আমরা বলতে চাচ্ছি না লং রানে গিয়ে সব টেস্টেই তাকে খেলতে হবে। যখন আমরা তাকে রোটেড করে খেলাবো। তখন তাকে খেলাবো। সে বলেছে আমি লম্বা একটা সিজন বাইরে আছি। তাই হয়তো একটু সময় লাগবে। খুব যে ক্লান্ত এমনও না। সে জায়গায় তার একটা বিশ্রাম তো আছেই।'