ইংল্যান্ড ক্রিকেট

আর্চারের দীর্ঘ ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখছেন পিটারসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শনিবার, 21 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কোমরের চোটে চলতি মৌসুমের জন্য জন্য মাঠের বাইরে চলে গেছেন জফরা আর্চার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন মনে করেন আর দীর্ঘ ফরম্যাটে খেলতে পারবেন না এই ইংলিশ পেসার।

আর্চার ২০২১ সালের মার্চে সর্বশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। এরপর ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে ছিলেন তিনি। টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল তার।

সবকিছু ঠিক থাকলে গ্লামরগ্যানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার খেলার কথা ছিল তার। কিন্তু নতুন চোট তাকে পুরো মৌসুম থেকেই ছিটকে দিয়েছে। এবার তার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পিটারসেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পিটারসেন বলেছেন, 'আর্চারের জন্য এটা ভয়ানক খবর যে সে পুরো গ্রীষ্মে খেলতে পারবে না। সে ইংল্যান্ড ও তার দলগুলোর হয়ে দারুণ পারফরম্যান্স করেছে এবং এটা তার জন্য ভয়ানক এক ধাক্কা। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট খেলার জন্য আবারও সে সেরে উঠবে কিনা সেটা কল্পনা করাও কঠিন। এটাই কঠিন বাস্তবতা। আশা করছি সে সাদা বলে সর্বোচ্চ পর্যায়ে আবারও ফিরবে।'

পিটারসেন মনে করেন পর্যাপ্ত অনুশীলনের অভাবেই নিয়মিত এমন ইনজুরিতে পড়ছেন ইংলিশ পেসাররা। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে উদাহরণ দিতে নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গও টেনে এনেছেন পিটারসেন।

তিনি বলেন, 'সে পিঠের যে চোট পেয়েছে ইংল্যান্ডের পেসাররা একই রকমের চোটে পড়ে থাকে। আমি মনে করি ক্রীড়া বিশেষজ্ঞরা এই বিষয়ে বিস্তারিত ধারণা দিতে পারবে। আমি যখন খেলতাম ফাস্ট বোলাররা নেটে অনেক বল করতো এবং বোলিংয়ের জন্য ফিট হয়ে উঠতো।'