আইপিএল

ব্যর্থ আসরেও ইতিবাচক দিক খুঁজে নিলেন ফ্লেমিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:04 শনিবার, 21 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার ভুলে যাওয়ার মতো মৌসুম পার করেছে চেন্নাই সুপার কিংস। যদিও এরই মাঝে ইতিবাচক মানসিকতার দুজন ক্রিকেটার খুঁজে পেয়েছেন স্টিফেন ফ্লেমিং।

আসরে ১৪টি ম্যাচ খেলে মাত্র চারটিতে জয় পায় চারবারের শিরোপাজয়ী দল চেন্নাই। একটু আগেভাগেই মৌসুম থেকে ছিটকে পড়ে তারা। প্রথম দিকে রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বতে আট ম্যাচে মাত্র দুটিতে জেতে তারা।

এরপর মহেন্দ্র সিং ধোনি পুনরায় নেতৃত্বভার নেয়ার পর ম্যাচ হারলেও তুলনামূলক হারে ছন্দে ফিরতে থাকে তারা। চেন্নাইয়ের ছন্দে ফেরার নেপথ্যে কৃতিত্ব আছে দুই পেসার মুকেশ চৌধুরী ও সিমারজিত সিংয়েরও।

আর তাই তাদের নিয়েই আগামী মৌসুমগুলো রাঙাতে চায় চেন্নাই। দলটির কোচ ফ্লেমিং বলেন, 'আমরা ভিন্নভাবে সাফল্য পেয়েছি। অনেক কিছুতেই ইতস্তত বোধ করেছি। অনেকগুলো ম্যাচে আমরা জিততে পারতাম। যদিও জয় পাওয়ার মতো দাপুটে ক্রিকেট আমরা খেলতে পারিনি। আপনি যখন নতুন একটি চক্র শুরু করবেন, তখন অনেক নতুন ক্রিকেটারকে দেখবেন। এভাবে পরীক্ষা করে করে আপনি দারুণ একটি দল গঠন করতে পারবেন।'

'মুকেশ আর সিমারজিতের মতো আমরা দুজনকে পেয়েছি, যারা খুবই ইতিবাচক ছিল। মুকেশ একটু চাপের মধ্যে শুরু করে। কিন্তু শেষপর্যন্ত ছন্দ খুঁজে পায়। আগের চাইতে ভালো করতে শুরু করে। সিমারজিতও চাপের মাঝে ভালো খেলতে শুরু করে। তারা দুজন অবশ্যই ইতিবাচক পাওনা ছিল।'

আসরে ছয় ম্যাচ খেলে ৭.৬৭ ইকোনমি রেটে চার উইকেট নেন সিমারজিত সিং। ২৩ বছর বয়সী মুকেশ ১৩ ম্যাচে নেন ১৬ উইকেট। যদিও ইকোনমি রেট কিছুটা বেশি (৯.৩২) ছিল তার।