বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ যুব দলের কোচ হওয়ার দৌড়ে স্টুয়ার্ট ল-ওয়াসিম জাফর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:03 শনিবার, 21 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার সহকারী কোচের দায়িত্ব নিতে মাসখানেক আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন নাভিদ নেওয়াজ। তার বদলি হিসেবে বাংলাদেশ যুব দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন স্টুয়ার্ট ল। 

এদিকে যুব দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলানোর দৌড়ে রয়েছেন ভারতের ওয়াসিম জাফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ৪ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন তারা দুজন। যদিও সূত্রের খবর, প্রায় চূড়ান্ত হয়েছে ল ও জাফরের নাম।

তাদের দুজনের কোচ হওয়া প্রসঙ্গে পাপন বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে আপনাদের। শুধু ল না, অনেকেই আসছে। আমার জানা মতে ৮ জন আছে। এর মধ্যে আমরা ৪ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি। এর মাঝে এই দুজনের (ওয়াসিম জাফর-স্টুয়ার্ট ল) নাম আছে। এটুকু বলতে পারি।’

বাংলাদেশে এবারই প্রথম আসছেন না জাফর ও ল। ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০১১-১২ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ল। তার অধীনে বাংলাদেশ প্রথম এশিয়া কাপ খেললেও ৯ মাসের বেশি চাকরি করেননি অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। 

পরিবারকে সময় দিতে তখন চাকরি ছাড়লেও ২০১৬ সালে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তদের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে এসেছিলেন ল। সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে। 

এর আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জাফরেরও। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছে গিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার। এবার বাংলাদেশে আসছেন যুব দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব নিতে।