ওয়েস্ট ইন্ডিজ - বাংলাদেশ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 শনিবার, 21 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। মূলত পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

মুশফিকের ছুটিও মঞ্জুর করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। 

অভিজ্ঞ এই ব্যাটারের ছুটি প্রসঙ্গে সুজন বলেন, ‘হ্যাঁ, তাকে (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া যাবে না। কারণ সে তখন হজ পালন করবে।’

মুশফিকের ছুটিতে আরও খানিকটা ধাক্কা খেলো বাংলাদেশ। কারণ ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম এবং নাঈম হাসানকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তিন ফরম্যাট থেকেই ছুটি নেয়া মুশফিক। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যেখানে সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু হবে এবারের সিরিজ। সূচি চূড়ান্ত না হলেও ১৬ ও ২৪ জুন অনুষ্ঠিত হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 

এরপর ২, ৩ ও ৭ জুলাই হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫০ ওভারের ক্রিকেট দিয়ে শেষ হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। ম্যাচ তিনটি মাঠে গড়াতে পারে ১০, ১৩ ও ১৬ জুলাই।