আইপিএল

'মুম্বাইয়ের অবিচ্ছেদ্য অংশ পোলার্ড'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:09 শুক্রবার, 20 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি আসরে কাইরন পোলার্ডের ব্যাট কথা বলছে না। বল হাতেও মলিন এই পেস বোলিং অলরাউন্ডার। সর্বশেষ কয়েকটি ম্যাচে একাদশ থেকেও বাদ পড়েছেন এই ক্যারিবিয়ান। তবে তিনি এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ এমনটাই বলেছেন মাহেলা জয়াবর্ধনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ১১ ম্যাচে প্রায় ১৪ গড়ে ১৪৪ রান করেছেন পোলার্ড। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১০৭ স্ট্রাইকরেটে। অথচ পুরো আইপিএলে তার স্ট্রাইকরেট প্রায় দেড়শো।

বল হাতেও এবারের আসরে সুবিধা করতে পারছেন না তিনি। ১১ ম্যাচে শিকার করেছেন মোটে ৪ উইকেট। যেখানে ওভারপ্রতি তিনি ৮.৯৩ রান করে খরচ করেছেন। এমন পারফরম্যান্সের পর পরের আসরে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

জয়াবর্ধনে বলেন, 'অবশ্যই, পলি (কাইরন পোলার্ড) আমাদের (মুম্বাই ইন্ডিয়ান্স) অবিচ্ছেদ্য অংশ। লম্বা সময় ধরে সে মুম্বাইয়ের সঙ্গে আছে। সে দারুণ ভাবে তার দায়িত্ব পালন করেছে।'

পোলার্ডের পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকয় তিনি দল থেকে বাদ পড়েছেন। এমনকি তার বিকল্প ভাবনাও ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট যার ইঙ্গিত মিলেছে জয়াবর্ধনের কথায়। পোলার্ডের পরিবর্তে একাদশে নতুন কাউকে ভাবছে তারা।

মুম্বাইয়ের প্রধান কোচ বলেন, 'এবারের আসরে স্পষ্টতই সে নিজের সঙ্গে লড়াই করেছে। আরও সামনে এগিয়ে যেতে এটি আমাদের জন্য একটি সুযোগ। দল বানাতে এটা আমাদেরকে বিকল্প ভাবতে সুযোগ তৈরি করে দিয়েছে।'