ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

ইংল্যান্ড সিরিজের আগে কিউই শিবিরে করোনার হানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:50 শুক্রবার, 20 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইতোমধ্যেই ইংল্যান্ড পৌঁছেছে কিউইরা। সেখানে পৌঁছানোর পর শুক্রবার (২০ মে) কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন কিউই শিবিরের তিনজন।

এই তিনজনের মধ্যে দুই জন ক্রিকেটার এবং একজন কোচিং স্টাফ। দুই ক্রিকেটার হলেন, হেনরি নিকোলস এবং ব্লেয়ার টিকনার। আর বাকি একজন বোলিং কোচ শেন জার্গেনসেন। 

দলের বাকি সদস্যরা র‍্যাপিড এন্টিজেন টেস্টে নেগেটিভ হয়েছেন। তবে তাদের ওপর আলাদা নজর রাখা হবে। এবং পুনরায় কোভিড পরীক্ষা করা হবে।

এদিকে শুক্রবার সকালে কাউন্টি দল সাসেক্সের বিপক্ষে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। মূলত এই ম্যাচকে সামনে রেখেই কোভিড পরীক্ষা করা হয়েছিল। দলের তিন সদস্য কোভিড আক্রান্ত হলেও ম্যাচটি সময়মতোই মাঠে গড়াবে।

এছাড়া সিরিজ শুরু হওয়ার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। নিজেদের ঝালিয়ে নিতে আগামী ২৬ মে কাউন্টি সিলেক্টেড একাদশের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে কিউরা।

আগামী ৬ জুন শুরু হতে যাওয়া লর্ডস টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ১০ জুন থেকে ট্রেন্ট ব্রিজে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ২৩ জুন শুরু হবে হেডিংলিতে।