আইপিএল

সামনে কঠিন সমীকরণ, তবুও ফুরফুরে মেজাজে গলফ খেলবেন ম্যাক্সওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:03 শুক্রবার, 20 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়াংখেড়েতে গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের আশা অনেকটাই বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ৫৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বিরাট কোহলি।

আর শেষদিকে এসে ১৮ বলে ৪০ রানের ক্যামিও খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ শেষে এই অজি তারকা জানিয়েছেন, কোহলির ওপর থেকে চাপ কমাতেই এমন রুদ্রমুর্তী ধারণ করেছিলেন তিনি।

ম্যাক্সওয়েল বলেছেন, 'আমি সময় নষ্ট করতে চাইনি। আমি যদি তখন দুই-চারটে বড় শট মেরে বিরাটের উপর থেকে চাপ হালকা করতে পারতাম, তাহলে রানের গতিটা বজায় থাকত আমাদের। আর প্রথম বলে আউট হয়ে গেলে তো কোনো কিছুর উপরই তেমন প্রভাব পড়ত না। তবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডট খেললে ওদের হাতে ম্যাচ চলে যেত। তাই ইতিবাচক ভঙ্গিমায় ব্যাট করে পরাজয়ের সব সম্ভাবনাই শেষ করে দিতে চেয়েছিলাম।’

বেঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন কোহলি। ডু প্লেসি আউট হন ৩৮ বলে ৪৪ রান করে। সেই সময় ৩৩ বলে ৫৫ রান প্রয়োজন ছিল বেঙ্গালুরুর। সেই সময়ই মারকুটে ব্যাটিং করে বেঙ্গালুরুকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাক্সওয়েল।

এই ম্যাচ জিতলেও প্লে অফে জায়গা করে নেয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুকে। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন চারে বেঙ্গালুরু। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে দিল্লি।

শেষ ম্যাচে মুম্বাইকে হারাতে পারলে দিল্লি খেলবে প্লে অফে। দিল্লি হারলে কপাল খুলবে বেঙ্গালুরুর। এমন সমীকরণের সামনেও ইতিবাচক ম্যাক্সওয়েল। তিনি মুম্বাই ও দিল্লির মধ্যকার ম্যাচের আগে এক রাউন্ড গলফ খেলতে চান।

তিনি বলেন, ‘আমরা সকলেই মুম্বই বনাম দিল্লির ম্যাচটা মন দিয়ে দেখব। তবে কাল এক রাউন্ড গল্ফ হলে মন্দ হয় না। সামান্য কিছু পুনর্বাসন প্রক্রিয়ায় ও কাল কাজ করব। তবে বাকিরা হয়তো মন দিয়ে ম্যাচই দেখবে। আমরা এ বছর যেভাবে কষ্ট করেছি, তাতে মনে হয় আমাদের প্রথম চারে থাকা উচিত। আশা করছি মুম্বই সঠিক কাজটাই করবে।’