পাকিস্তান - নিউজিল্যান্ড সিরিজ

পাকিস্তানকে ক্ষতি পূরণ দিলো নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:18 শুক্রবার, 20 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিরাপত্তাজনিত ইস্যুতে ২০২১ সালে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। এমন কাণ্ডের জন্য ক্ষতি পূরণ চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লম্বা সময় এটি নিয়ে কোনো তথ্য না পাওয়া গেলেও নতুন খবর পাকিস্তানকে ক্ষতি পূরণ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও কি পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে সেটা খোলাসা করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের বিমান ধরেছিল নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল কিউইদের। তবে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সিরিজটি। 

নিরাপত্তাজনিত ইস্যুতে সফর বাতিল করে দেশে ফিরেছিল টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। একই কারণে পাকিস্তান সফর করেনি ইংল্যান্ডের নারী ও পুরুষ দল। তাতে বড় ধাক্কা খেয়েছিল পিসিবি। শঙ্কা তৈরি হয়ছিল অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে।

যদিও গত মার্চে বাবর আজমদের সঙ্গে লাল ও সাদা বলের ক্রিকেট সিরিজ খেলেছে প্যাট কামিন্স-অ্যারন ফিঞ্চরা। সর্বশেষ বছর সিরিজ বাতিল করলেও চলতি বছরের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। 

এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবেন কেন উইলিয়ামসনরা। যেখানে বাংলাদেশের সঙ্গে দেখা যেতে পারে পাকিস্তানকে। ত্রিদেশীয় সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তানকে আমন্ত্রণও জানিয়েছে এনজেডসি।