ইংল্যান্ড ক্রিকেট

পুরো গ্রীষ্মে আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:53 বৃহস্পতিবার, 19 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের গ্রীষ্মের মৌসুম থেকে ছিটকে গেছেন জফরা আর্চার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কনুইয়ের পর কোমরের ইনজুরিতেও ভুগছেন ইংলিশ এই পেসার।

২০২১ সালের মার্চের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি আর্চারকে। ২৭ বছর বয়সী এই পেসার কনুই নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে দুবার সার্জারিও করতে হয়েছে তাকে।

গত ডিসেম্বরে তার কনুইতে দ্বিতীয়বারের মতো সার্জারি করান ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক। মাঠের বাইরে থাকতে থাকতে বিভিন্ন সময়ে হতাশাও প্রকাশ করেন তিনি।

আগামী সপ্তাহে টি-২০ ব্লাস্টের মধ্যে দিয়ে তিনি ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছিলেন। যদিও তা আর হচ্ছে না। মাঠে ফেরার অপেক্ষা বেড়েই চলল তার।

এক বিবৃতিতে ইসিবি বলেছে, 'তার ফেরার কোনো সময়সীমা নেই। সামনে তাকে নিয়ে আমরা একটি পরিকল্পনা করব। সামনের দিনগুলোতে সে কীভাবে খেলবে, তা নিয়ে আলোচনা করব।'

আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড। এই সিরিজে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না আর্চারের। আর্চারের পাশাপাশি স্যাম কারান, ক্রিস ওকস, অলি রবিনসন, মার্ক উড, অলি স্টোন ও সাকিব মাহমুদের ইনজুরি নিয়েও চিন্তিত ইসিবি।