নিউজিল্যান্ড- ইংল্যান্ড সিরিজ

টেস্ট সিরিজে বদলে যাবেন উইলিয়ামসন, বিশ্বাস স্টেডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:44 বৃহস্পতিবার, 19 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএল মৌসুম নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন কেন উইলিয়ামসন। অফফর্মের চূড়ান্ত রূপ দেখে ফেলেছেন হায়দরাবাদের এই অধিনায়ক। যার কারণে দারুণ হতাশ তিনি। এবারের আইপিএল নিয়ে উইলিয়ামসনের হতাশার কথা জানিয়েছেন তারই জাতীয় দলের কোচ গ্যারি স্টেড। একইসঙ্গে স্টেডের প্রত্যাশা, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন লাল বলের সিরিজে ছন্দে ফিরবেন উইলিয়ামসন।

এবারের আসরে ব্যাট হাতে একবারেই সুবিধা করতে পারেননি উইলিয়ামসন। ১৩ ম্যাচে প্রায় ২০ গড়ে ২১৬ রান করেছেন তিনি। যেখান তার স্ট্রাইকরেট টি-টোয়েন্টিতে একেবারেই বেমানান। মাত্র ৯৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি!

বেশ কিছু ম্যাচে রান পেলেও ধীরগতির স্ট্রাইকরেটের কারণে সমালোচিত হয়েছেন উইলিয়ামসন। তবে অধিনায়ক হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছেন। সামনের মাসেই ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলবেন উইলিয়ামসন।

জাতীয় দলের ক্যাম্পে উইলিয়ামসন যোগ দেয়ার আগেই স্টেড বলেন, 'সে (উইলিয়ামসন) কিছুটা হতাশ। কেননা আইপিএলে সে রান করতে চেয়েও পারেনি। সেরা খেলোয়াড়দের এমন অফফর্মে যেতে আপনি কমই দেখবেন।'

'যতটা আপনি হয়তো তার ক্ষেত্রে দেখেছেন। তবে আমাদের বুঝতে হবে সে এখন লাল বলের ক্রিকেট খেলবে। এখানে সে নিজের খেলাটা বুঝতে পারবে। নিজের টেম্পারমেন্টের দিকেও নজর দিতে পারবে।'

আগামী কয়েক দিনের মধ্যেই উইলিয়ামসনের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে। আর এই সময়ে স্ত্রীর পাশে থাকতেই ইতোমধ্যেই আইপিএলও ছেড়েছেন উইলিয়ামসন। আসরের অবশিষ্ট ম্যাচে উইলিয়ামসনের সার্ভিস পাবে না হায়দরাবাদ। হায়দরাবাদ যদি প্লে অফে যায়, তাহলেও উইলিয়ামসনকে ছাড়াই মাঠে নামবে হায়দরাবাদ।