বাংলাদেশ-শ্রীলঙ্কা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শরিফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 বৃহস্পতিবার, 19 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। এই পেসারের ছিটকে যাওয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় ডানহাতে চোট পেয়েছিলেন শরিফুল। এরপর তার এক্স-রে করানো হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বিসিবি জানিয়েছে শরিফুলে হাতে চিড় ধরা পড়েছে।

এর ফলে অন্তত ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই পেসার। লঙ্কান পেসার কাসুন রাজিথার বাউন্সারে আঘাত পান শরিফুল। এর আগে ব্যাট হাতে ১১ বলে ৩ রান করেছিলেন তিনি।

তার ছিটকে যাওয়া ফলে বাংলাদেশের পঞ্চম দিন বাংলাদেশ একমাত্র পেসার খালেদ আহমেদকে নিয়ে খেলছে। শরিফুলের চোট নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিসিবির চিকিৎসক বায়জিদুল ইসলাম।

তিনি বলেছেন, 'শরিফুল ব্যাটিংয়ের সময় ডানহাতে চোট পেয়েছে। চতুর্থ দিনের খেলা শেষে তার এক্স-রে করানো হয়েছিল, সেখানে চিড় পাওয়া গেছে। এই চোট সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগে। সেই সঙ্গে রিহ্যাবে সময় লাগে দুই সপ্তাহ। চার-পাঁচ সপ্তাহ পর সে মাঠে ফিরতে পারবে।'