ইংল্যান্ড - নিউজিল্যান্ড সিরিজ

কথা রাখলেন স্টোকস, ফিরলেন ব্রড-অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:52 বুধবার, 18 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব নিয়েই জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের নতুন অধিনায়কের কথা মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা পেস জুটি। ১৩ সদস্যের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুক এবং ম্যাথু পটস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারের পর দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার শুরুটা হয়েছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই ক্যারিবীয় সফরে গিয়েছিল ইংল্যান্ড।  ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না অ্যান্ডারসন। জায়গা পাননি আরেক পেসার ব্রডও।

ডানহাতি দুই পেসারকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইসিবিকে। কদিন আগে অ্যান্ডারসন জানিয়েছিলেন, ঠিক কি কারণে দল থেকে বাদ পড়েছেন সেটা জানেন না তিনি। বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রডও।তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন তারা দুজনই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের জার্সিতে খেলছেন জনি বেয়ারস্টো। কাগজে কলমে পাঞ্জাবের প্লে অফ খেলার ‍সুযোগ থাকলেও বেয়ারস্টোকে টেস্ট দলে রেখেছে ইসিবি। পাঞ্জাব বাদ পড়লে কিউইদের বিপক্ষে বেয়ারস্টোকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। 

ওপেনিংয়ে জ্যাক ক্রলির সঙ্গে দেখা যাবে অ্যালেক্স লিসকে। তিনে খেলবেন অলি পোপ। কদিন আগে স্টোকস জানিয়েছিলেন, চারে খেলবেন জো রুট আর নিজে ব্যাটিং করবেন ছয়ে। সাত নম্বরে দেখা যেতে পারে উইকেটকিপার বেন ফোকসকে।

ইংল্যান্ড: বেন স্টোকস (অধিনায়ক), অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ফোকস, ক্রেইগ ওভারটন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ এবং ম্যাথু পটস।