বাংলাদেশ

পাঁচ হাজারের এলিট ক্লাবে মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:35 বুধবার, 18 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে অনন্য এক রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৫ হাজার রান করার কীর্তি গড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। 

চলমান চট্রগ্রাম টেস্টে ব্যাটিং করতে নামার সময় মাইলফলক থেকে ৬৮ রান দূরে ছিলেন মুশফিক। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার সময় ৫ হাজার রান থেকে ১৫ রান দূরে ছিলেন তিনি।

চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিং করেন মুশফিক। প্রথম ঘন্টার ড্রিংকস ব্রেকের পর প্রথম ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান তিনি। লাল বলের ক্রিকেটে ৮১ ম্যাচ আর ১৪৯ ইনিংস খেলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সাদা পোশাকে ৮১ ম্যাচে প্রায় ৩৭ গড়ে ৫০১৫ রান করেছেন তিনি। যেখানে ৭ সেঞ্চুরির পাশাপাশি ১৬ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় চারজনই বর্তমান দলের। এই তালিকায় মুশফিকের পরই আছেন তামিম ইকবাল। তিন নম্বরে আছেন সাকিব আল হাসান, চারে আছেন মুমিনুল হক। আর পাঁচ নম্বরে আছেন হাবিবুল বাশার।

অবশ্য মুশফিকের আগেই এই রেকর্ড গড়তে পারতেন তামিম ইকবাল। ক্র্যাম্পের কারণে তৃতীয় দিনে চা-বিরতির পর ব্যাটিংয়ে নামেননি এই ওপেনার। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। টেস্টে বাঁহাতি এই ব্যাটারের রান এখন ৪ হাজার ৯৮১।