দক্ষিণ আফ্রিকা

৯ মাসের জন্য নিষিদ্ধ হামজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:57 বুধবার, 18 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন জুবাইর হামজা। আর তাই ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকান্ড থেকে আগামী ৯ মাসের জন্য এই প্রোটিয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত মঙ্গলবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইসিসি।

গত ১৭ জানুয়ারী থেকে ২২ মার্চ ২০২২ এর মধ্যে তার ব্যাক্তিগত পারফরম্যান্স অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে এই সময়সীমার মধ্যে তিনি সেসকল ম্যাচ খেলেছেন সেগুলো তার রেকর্ডে যোগ হবে না।

গত ২২ মার্চ থেকে হামজার শাস্তির মেয়াদ শুরু হয়েছে। এরপর থেকে আগামী নয় মাস তিনি সবধরনের ক্রিকেট থেকে বিরত থাকবেন। এই নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ডিসেম্বরে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

এর আগে গত ১৭ জানুয়ারি আইসিসির ডোপ পরীক্ষায় হামজার ফলাফল পজিটিভ আসে। এরপর গত ২৫ মার্চ তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাক্রমে বাবার হার্টের ঔষধ খেয়ে ফেলেন হামজা। সেই ঔষধে ছিল ফিউরোসেমাইড নামক নিষিদ্ধ পদার্থ। পরে ডোপ পরীক্ষায় তার শরীরে তা ধরা পড়ে। ফিউরোসেমাইড ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) ২০২২ সালের নিষিদ্ধ তালিকার পঞ্চম ধারার অন্তর্ভুক্ত।

হামজার সহজ ব্যাখা অবশ্য ভালোভাবেই নিয়েছে আইসিসি। পুরো প্রক্রিয়ায় আইসিসিকে পূর্ণ সহযোগীতা করেছেন তিনি। তাই এই অপরাধের শাস্তি মূলত দুই বছর হলেও তাকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।