ইংল্যান্ড

'ম্যাচ মেইড ইন হ্যাভেন' ম্যাককালাম-স্টোকস জুটি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:18 মঙ্গলবার, 17 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন বেন স্টোকস। এদিকে সম্প্রতি লাল বলের ক্রিকেটে ইংলিশদের কোচের দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সদ্য দায়িত্ব নেয়া ইংলিশদের অধিনায়ক-কোচ দুজনই মাঠের ক্রিকেটে আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন। জেমস অ্যান্ডারসন মনে করেন, এই দুজনের জুটি দারুণ পারফর্ম করবে।

গত ৭ মে (বৃহস্পতিবার) ম্যাককালামকে ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডের দায়িত্ব নেবেন তিনি।

এদিকে বেন স্টোকসও অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এখনও ম্যাচ খেলেননি। কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ তাদের দুজনের জন্যই প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। এই দুজনের হাত ধরে টেস্ট ক্রিকেটে উন্নতি করবে ইংল্যান্ড, এমনটাই বিশ্বাস করেন অ্যান্ডারসন।

তিনি বলেন, 'ম্যাককালাম এবং স্টোকস 'ম্যাচ মেইড ইন হ্যাভেন' জুটি হতে পারে এবং তাদের হাত ধরে আগামী কয়েক বছর দুর্দান্ত যাবে। টেস্ট দল হিসেবে এটা সত্যিই দারুণ হবে। সে নতুন পরিকল্পনা এবং শক্তি যোগ করবে দলে।'

ম্যাককালাম এবং অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে প্রায় একই সময়ে। তারা একে অপরের বিপক্ষে বেশ কিছু ম্যাচও খেলেছেন। তাই দুজনের বোঝা-পড়াটা আগে থেকেই দারুণ।

অ্যান্ডারসন বলেন, 'ব্রেন্ডনের বিপক্ষে আমি প্রচুর ক্রিকেট খেলেছি এবং খেলা শেষে মাঠের বাইরেও তার সাথে কিছুটা সময় কাটিয়েছি। সে কিভাবে খেলেছে এবং নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছে তা আমি দেখেছি, সে সত্যিই ইতিবাচক চিন্তা করে এবং গতানুগতিকতার বাইরে কিছু ভাবে।'