ইসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন হ্যারিসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত সাড়ে সাত বছর ধরে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন টম হ্যারিসন। দীর্ঘদিনের কর্মক্ষেত্র থেকে এবার সড়ে দাঁড়ালেন তিনি।
আগামী জুনে হ্যারিসনের জায়গায় নতুন কেউ দায়িত্ব নেবেন। ২০১৪ সালের অক্টোবরে হ্যারিসন প্রথমবারের মতো ইসিবির দায়িত্ব নিয়েছিলেন। এরপর ২০১৫ সালের জানুয়ারিতে তিনি পূর্ণকালীন দায়িত্ব পান। তার সময়ে ইংলিশ ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে।

সময়ের আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেড’ তার সময়েই চালু হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি লিগটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। গত প্রায় সাত বছর ধরে ইসিবির প্রধান নির্বাহীর পদে থাকাটা নিজের জন্য সম্মানজনক বলে মনে করছেন হ্যারিসন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাত বছর ইসিবির প্রধান নির্বাহীর পদে থাকাটা অনেক সম্মানজনক। পৃথিবীকে ভালোর পথে এগিয়ে নিতে ক্রিকেট একটি শুভ শক্তি এবং আমার লক্ষ্য হচ্ছে, ক্রিকেটকে আরও বিস্তৃত করার। পাশাপাশির ইংল্যান্ড এবং ওয়েলসের আরও বেশি মানুষ ও সম্প্রদায়কে এটা বোঝাতে হবে যে, খেলাধুলায় তাদের একটা জায়গা আছে।'
গত কয়েক বছরে কোভিড-১৯ এর কারণে প্রায় সবক্ষেত্রেই অর্থনৈতিক মন্দা গেছে। কোভিডের থাবা থেকে রেহাই পায়োনি ক্রিকেটও। তবে সেই মহামারী কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাইশ গজ। সেই সমস্যা দারুণভাবে সামলেছে ইসিবি এমনটাই মনে করেন হ্যারিসন।
তিনি বলেন, ‘শেষ দুই বছর অবিশ্বাস্যরকম চ্যালেঞ্জিং ছিল, কিন্তু মহামারীতে আমরা একত্রিতভাবে ক্রিকেটের সবচেয়ে বড় আর্থিক সংকট কাটিয়ে ওঠেছি এবং বৈষম্য দূরীকরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। খেলাটাকে আরও আকর্ষণীয় করতে আমরা কাজ করে গেছি। এই পদে থাকাকালীন আমার সর্বোচ্চটা দিয়েছি।'