আইপিএল

কেপিএল খেলতে কোহলিকে চিঠি পাঠাবে লিগ কর্তৃপক্ষ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:09 মঙ্গলবার, 17 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলার জন্য বিরাট কোহলিকে চিঠি পাঠাবে লিগ কর্তৃপক্ষ। ম্যাচ না খেললেও অন্তত যেন একটি ম্যাচ মাঠে বসে দেখেন কোহলি, সেই জন্য ভারতের সাবেক এই অধিনায়ককে আমন্ত্রণ জানাবে তারা।

২০২১ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় কেপিএল। সেই আসরে বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটার অংশগ্রহণ করলেও এই লিগ নিয়ে আপত্তির কথা জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করতে বিদেশি ক্রিকেটারদের হুমকিও দিয়েছিল বিসিসিআই।

এমনকি ক্রিকেট বোর্ডগুলোকেও কেপিএলে খেলোয়াড় না পাঠাতে অনুরোধ করেছিল তারা। কেপিএলকে স্বীকৃতি না দিতে সরাসরি আইসিসির কাছে লিখিত আবেদনও করেছিল বিসিসিআই। তবে এবারের আসরে খেলতে কোহলিকে আমন্ত্রণ জানাবে কেপিএল কতৃপক্ষ এমনটাই জানিয়েছেন লিগের প্রেসিডেন্ট আরিফ মালিক।

তিনি বলেন, 'রিজওয়ান খুবই ইতিবাচক একটি বার্তা দিয়েছে যে, ক্রিকেট সবকিছুর উর্ধ্বে। আমরা কোহলিকে চিঠি পাঠাচ্ছি এই লিগে খেলার জন্য বা এখানে এসে অন্তত একটি ম্যাচ দেখার জন্য।'

আরিফ মনে করেন, দুই দেশের মধ্যে বৈরীতা থাকলেও ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষ এক হতে পারে। তাই ভারতীয় ক্রিকেটারদের এই লিগে খেলার জন্য আমন্ত্রণ জানাবেন তারা। 

আরিফ বলেন, 'এটা আমাদের পক্ষ থেকে শান্তির বার্তা, এখন বাকিটা তার (কোহলির) ওপর নির্ভর করছে সে এটা গ্রহণ করবে কি না। ভারতের বাকি ক্রিকেটারদেরও খেলাতে আমরা প্রস্তুত। আমরা বিশ্বাস করি যে, খেলার মাধ্যমে দুই দেশের মধ্যে দূরত্ব ঘুচানো সম্ভব।'