ইংল্যান্ড-ভারত সিরিজ

ইংল্যান্ড সফরে থাকছেন না রাহানে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 মঙ্গলবার, 17 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাজে ফর্মের কারণে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়েছিলেন আজিঙ্কা রাহানে। ধারণা করা হচ্ছিল, ইংল্যান্ড সফরে ফিরতে পারেন ভারতের অভিজ্ঞ এই টেস্ট ব্যাটার। তবে এই সফরে তার ফেরা হচ্ছে না- এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

১৪ মে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে গ্রেড থ্রি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রাহানে। ফিল্ডিংয়েও তাই দেখা যায়নি এই ডানহাতি ব্যাটারকে।

১৬ মে সন্ধ্যার দিকে কলকাতার সুরক্ষা বলয় ত্যাগ করবেন রাহানে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতেও খেলা হচ্ছে না তার। এবারের আইপিএলে রাহানে ব্যর্থ মৌসুমই কাটিয়েছেন। ৭ ম্যাচে ১৯ গড়ে মাত্র ১৩৩ রান করেছেন তিনি।

আইপিএলের পর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটি দুটো দল গঠন করবে। প্রথমটি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য, যেটা জুনে হতে যাচ্ছে।

অপরটি জুলাইতে ইংল্যান্ড সফরের জন্য। ক্রিকবাজের দাবি, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রিশাভ পান্ত, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারাদের ইংল্যান্ড সফরের জন্য নেয়া হচ্ছে।

ইংল্যান্ড সফরে থাকা খেলোয়াড়দের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে। এরপর তরুণ, অভিজ্ঞ ও আইপিএলে দারুণ পারফর্ম করা খেলোয়াড়ের মিশ্রণ থাকবে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজে।

তিলক ভার্মা, উমরান মালিক, আর্শদীপ সিং, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণারা এই দলে থাকতে পারেন। সঙ্গে অভিজ্ঞ শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক ও ভুবনেশ্বর কুমারদেরও খেলার সম্ভাবনা রয়েছে। ধাওয়ান হতে পারেন সম্ভাব্য অধিনায়ক।