বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজ

শেষ বিকেলে ২ উইকেট তুলে এগিয়ে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:38 মঙ্গলবার, 17 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিংয়ে এগিয়ে ছিল আগে থেকেই, শেষ বিকেলে বোলাররা আরও খানিকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। শেষ বিকেলে লঙ্কানদের দুই ব্যাটারকে ফিরিয়ে স্বস্তিতে দিন শেষ করে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান তোলা শ্রীলঙ্কার চেয়ে এখনও ২৯ রানে এগিয়ে বাংলাদেশ।

৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। দলীয় ৩৬ রানে তাইজুল ইসলামের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফেরেন ওশাদা ফার্নান্দো। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ব্যক্তিগত ১৯ রানে। 

শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে লাসিথ এম্বুলদেনিয়াকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। থিতু হওয়ার চেষ্টা করলেও তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। তাতে ২ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।

এর আগে চট্টগ্রামে তিন উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস- দুজনই স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাতে থাকেন।

প্রথম সেশনে মুশফিক-লিটনকে ফেরানোর তেমন কোনো সুযোগই করতে পারেননি লঙ্কান বোলাররা। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান লিটন ও মুশফিক দুজনই।

মধ্যাহ্নভোজের পরই সাজঘরে ফিরে যান লিটন। কাসুন রাজিথার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১৮৯ বলে ৮৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান এই উইকেটরক্ষক।

বিদায় নেয়ার আগে মুশফিকের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়েন তিনি। লিটন ফিরলে উইকেটে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। যদিও নিজের খেলা দিনের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরত যান বাঁহাতি এই ওপেনার।

ফলে আগের দিন করা ১৩৩ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। কনকাশন সাব হয়ে নামা রাজিথার চতুর্থ শিকার হয়ে ফিরে যান তিনি।

চটজলদি লিটন এবং তামিমের বিদায়ের পর দলের রান বাড়ানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪৪ বলে ২৫ রান করে ফিরে যান তিনি। ততক্ষনে লিডের দেখা পায় বাংলাদেশ।

সাকিব ফেরার পর আসিথা ফার্নান্দোর বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ব্যাটিং উইকেটে ২৭০তম বলে এই সেঞ্চুরি পেয়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার অষ্টম টেস্ট সেঞ্চুরি।

সেঞ্চুরির পর সুইপ শট খেলতে গিয়ে লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিক। ২৮২ বলে চারটি চারে ১০৫ রান করেন তিনি। তার কিছুক্ষণ পর ফিরে যান ৫৩ বলে ৯ রান করা নাঈম হাসান।

শেষ বিকেলে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান তাইজুল ইসলাম। ৪৫ বলে তিন চারের সহায়তায় ২০ রান করে ফিরে যান তিনি। শরিফুল ইসলাম রিটায়ার্ড আউট হয়ে ফিরলে ৪৬৫ রানে অল আউট হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৬৫/১০ (১৭০.১ ওভার) (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮; রাজিথা ৪/৬০, আসিথা ৩/৭২)।

শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ৩৯/২ (১৭.১ ওভার) (ফার্নান্দো ১৯, করুনারেত্নে ১৮*, তাইজুল ১/০)