বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বাংলাদেশের বোলাররা কোনো সুযোগই দেয়নি: ম্যাথিউস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:12 সোমবার, 16 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বেশির ভাগ রানই এসেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। তিনি ১৯৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। দিন শেষে তিনি এক রানের আক্ষেপে পুড়েছেন।

ম্যাথুসের আগে ১১ জন অভাগা ক্রিকেটার ১৯৯ রানে আউট হয়েছেন। ম্যাথুসের আক্ষেপের ইনিংসে শ্রীলঙ্কা অল আউট হয়েছে ৩৯৭ রানে। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাথিউস জানিয়েছেন, তাদের দলীয় রান ৫০-৬০ রান কম হয়ে গেছে।

বাংলাদেশের বোলারদের প্রশংসা করে ম্যাথুস বলেন, 'তাদের সব বোলার ভালো করেছে, আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমাদেরকে কষ্ট করে রান নিতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফলও পেয়েছে। আমরা মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি এবং পথ থেকে ছিটকে যাই। আমার মনে হয় আমরা ৫০-৬০ রান কম করেছি।'

বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম হাসান একাই নিয়েছেন ৬ উইকেট। এ ছাড়া সাকিব আল হাসান নিয়েছেন ৩ টি উইকেট। তাইজুল ইসলামের ঝুলিতে গেছে এক উইকেট। এই ম্যাচে বাংলাদেশের কোনো পেসারই উইকেটের দেখা পাননি।

ম্যাথিউস মনে করেন বাংলাদেশের বোলাররা কোনো সুযোগই দেননি তাদের। ফলে রান করা অনেক কঠিন হয়ে গিয়েছিল তাদের জন্য। চট্টগ্রামের মাঠে এইরকমই স্কোর হয় বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ম্যাথিউস বলেন, 'এই উইকেটে এটি পার স্কোর। এটি খুবই ভালো উইকেট। বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। তারা আমাদের কোন সুযোগ দেয়নি, কোনো সহজ রান করতে দেয়নি।'