আইপিএল

পাথিরানায় মুগ্ধ ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 সোমবার, 16 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেক হয়েছে মাথিসা পাথিরানার। তিনি অ্যাডাম মিলনের বিকল্প হিসেবে জায়গা পেয়েছিলেন চেন্নাইয়ের স্কোয়াডে। নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন এই লঙ্কান পেসার।

তিন ওভার ১ বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। নিজের প্রথম উইকেট হিসেবে শুভমান গিলকে এলবিডব্লিউ করে ফিরিয়েছিলেন পাথিরানা। এরপর তিনি আউট করেছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। এরই মধ্যে স্লিঙ্গি অ্যাকশনের কারণে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

কারণ তার অ্যাকশন অনেকটাই সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার মতো। ম্যাচ শেষে তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনিও পাথিরানার বোলিংয়ের সঙ্গে মালিঙ্গার সামঞ্জস্যতা পাচ্ছেন চেন্নাই অধিনায়ক।

তিনি বলেছেন, ‘এই অ্যাকশনে মাথিসা পাথিরানা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি মনে করি পাথিরানা ডেথ ওভারের একজন দুর্দান্ত বোলার। কিছুটা মালিঙ্গার মতোই। স্লিঙ্গিং অ্যাকশনে সে বেশি বাউন্স পায় না কিন্তু তার কাছে স্লোয়ার বলও আছে। আমরা এই বোলারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করব।’

পাথিরানা ভালো বল করলেও এই ম্যাচে চেন্নাই হেরেছে ৭ উইকেটে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৩৩ রান সংগ্রহ করেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে গুজরাট। পাথিরানার দারুণ গতিময় বোলিং করলেও তার স্লোয়ারেরও প্রশংসা করেছেন ধোনি।

তার ভাষ্য, ‘অ্যাকশন দেখে তার বল বোঝা কিছুটা কঠিন। সে স্লোয়ারও করতে পারে। তাই আপনাকে তাকে খুব সাবধানে দেখতে হবে। এর মানে আপনি যখন তার বোলিংয়ের দিকে তাকিয়ে অতিরিক্ত সেকেন্ড ব্যয় করতে পারবেন। সে ভালো গতিতে বোলিং করছে, তাকে ধারাবাহিকভাবে চড়াও হওয়া খুব কঠিন।’