Connect with us

আইপিএল

ফিরলেন হেটমায়ার, খেলবেন আগামী ম্যাচে


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিয়েছেন শিমরন হেটমায়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) করোনা প্রটোকল মেনেই রাজস্থানের আগামী ম্যাচে মাঠে নামবেন এই ক্যারিবিয়ান হার্ড হিটার।

গত ৯ মে হেটমায়ার এবং নিরভানি দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র সন্তানের বাবা হওয়ার খবরটি হেটমায়ার নিজেই নিশ্চিত করেছিলেন। 

এই সময়ে স্ত্রীর পাশে থাকতে গত ৮ মে দলের জৈবসুরক্ষা বলয় ত্যাগ করেছিলেন হেটমায়ার। সেদিনই আকাশপথে গায়ানায় পৌঁছান তিনি। এর একদিন পর বাবা হওয়ার সংবাদ দেন এই ক্যারিবিয়ান।

এদিকে আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে রাজস্থান রয়্যালস। দলের সাফল্যে এবার দারুণ অবদান রেখেছেন ২৫ বছর বয়সী হেটমায়ার। গত কয়েক ম্যাচে তার অনুপস্থিতিত নিশ্চিতভাবেই টের পেয়েছে সাঞ্জু স্যামসনের দল।

এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে ২৯১ রান করেছেন হেটমায়ার। গড় ৭২। রাজস্থানের বেশকিছু ম্যাচেই ফিনিশিং ভূমিকায় ছিলেন তিনি। ১১ ইনিংসের মধ্যে সাতটি ইনিংসেই অপরাজিত ছিলেন গায়ানার এই হার্ড-হিটার ব্যাটার।

বিশেষ করে ১৭ থেকে ২০ ওভারে দারুণ সফল এই ব্যাটার। এবারের আইপিএলে ডেথ ওভারগুলোতে ব্যাটিং করে ২১৪.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। রাজস্থানের খেলা সর্বশেষ ম্যাচে ১৬ বলে অপরাজিত ৩১ রানের ক্যামিও খেলেছিলেন হেটমায়ার।

সর্বশেষ

১ জুলাই, শুক্রবার, ২০২২

গিলকে উইকেটের মূল্য বোঝার পরামর্শ দিলেন শাস্ত্রী

১ জুলাই, শুক্রবার, ২০২২

নাঈমের ৫ উইকেট, সৌম্যর সেঞ্চুরি মিসের আক্ষেপ

১ জুলাই, শুক্রবার, ২০২২

সুইপে সর্বনাশ, তবু সুইপেই ঔষধ খুঁজছেন সিলভারউড

১ জুলাই, শুক্রবার, ২০২২

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই স্টোকস-বেয়ারস্টো

১ জুলাই, শুক্রবার, ২০২২

হেরাথ-কপিলদের ছাড়িয়ে সেরা দশে লায়ন

১ জুলাই, শুক্রবার, ২০২২

বুমরাহকে অধিনায়কত্ব দেয়া ঠিক হয়নি, দাবি ওয়াসিম জাফরের

১ জুলাই, শুক্রবার, ২০২২

ওয়ারউইকশায়ারে খেলবেন ক্রুনাল পান্ডিয়া

১ জুলাই, শুক্রবার, ২০২২

এজবাস্টনে ৩০ পেরোলেই সেঞ্চুরি হাঁকাবে কোহলি: ভন

১ জুলাই, শুক্রবার, ২০২২

স্পিনে নাকাল শ্রীলঙ্কা, ৪ বলে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

১ জুলাই, শুক্রবার, ২০২২

পিসিবির নতুন চুক্তিতে বাড়তি ভাতা পাবেন বাবর

আর্কাইভ

বিজ্ঞাপন