আইপিএল

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:06 রবিবার, 15 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কলকাতা নাইট রাইডার্সের একাদশ নির্বাচনে ভূমিকা রাখেন দলটির প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর। এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছিলেন নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার। যদিও এমন বক্তব্য থেকে সরে এসেছেন তিনি।

এবার জানিয়েছেন দল নির্বাচনে সাহায্য করা মানে দলের বাইরে থাকা ক্রিকেটারদের পাশে থাকেন প্রধান নির্বাহী। সেই সঙ্গে এবারের আসরে কোনো ম্যাচেই নিজেদের সেরাটা খেলতে পারেননি বলেও আক্ষেপ করেছেন তিনি।

এ প্রসঙ্গে আইয়ার বলেছেন, 'আমি সর্বশেষ সাক্ষাৎকারে যেটা বলেছিলাম সেটা আমি স্পষ্ট করে দিতে চাই। আমি প্রধান নির্বাহীর নাম নিয়েছিলাম, আমি বুঝাতে চেয়েছিলাম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের পাশে থাকেন তিনি। এটা সত্যিই সহজ বিষয় নয় তাদের জন্য।'

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর আইয়ার জানিয়েছিলেন, একাদশ নির্বাচনে দলের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের বিশেষ ভূমিকা থাকে। যে কাজটা কোচ, কিংবা অধিনায়কের থাকা উচিত, সেই কাজে প্রধান নির্বাহীর হস্তক্ষেপের কথা প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছিল।

এমন সমালোচনা মধ্যেই নিজেদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫৪ রানে হারিয়েছে কলকাতা। অলরাউন্ডার আন্দ্রে রাসেল ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে এই ম্যাচে জয় এনে দিয়েছেন। দারুন জয়ে প্লে অফে খেলার আশাও অনেকটা বাঁচিয়ে রেখেছে আইয়ারের দল।