আইপিএল

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:29 রবিবার, 15 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্লে অফ নিশ্চিত করেছিল আগেই, বাকি ছিল শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করা। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে সেটাও নিশ্চিত হলো গুজরাট টাইটান্সের। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গুজরাট খেলবেন কোয়ালিফায়ার ওয়ানে। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে জয়ের জন্য ১৩৪ রান তাড়ায় দুর্দান্ত শুরু গুজরাটের। শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তাকে কেবলই সঙ্গ দিয়েছেন শুভমান গিল। তাতে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৩ রান তোলে গুজরাট।

পাওয়ার প্লে শেষ হতেই উইকেট হারায় হার্দিক পান্ডিয়ার দল। মাহিশ পাথিরানার বলে ফ্লিক করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন গিল। যদিও আম্পায়ারের সিদ্ধান্তের বাইরে গিয়ে রিভিউ নিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে শেষ রক্ষা হয়নি তার। বল আগে প্যাডে লাগায় ১৮ রানে আউট হয়ে ফেরেন গিল।

এরপর ম্যাথু ওয়েডকে নিয়ে এগোতে থাকেন ঋদ্ধিমান। তাদের দুজনের জুটি থেকে আসে ৩১ রান। মঈন আলীর ইয়র্কার বলে তুলে মারতে গিয়ে লং অনে থাকা শিভম দুবের হাতে ক্যাচ তুলে দেন। বাঁহাতি এই ব্যাটার এদিন ফিরেছেন ২০ রান করে। 

ওয়েড ফেরার পর হাফ সেঞ্চুরি তুলে নেন ঋদ্ধিমান। আক্রমণাত্বক শুরু করা ঋদ্ধিমান হাফ সেঞ্চুরি পেয়েছেন ৪২ বলে। এরপর চারে নেমে থিতু হতে পারেননি হার্দিক। পাথিরানার অফ কাটার বলে ফ্লিক করতে গিয়ে লং অনে থাকা দুবের হাতে ক্যাচ দিয়েছেন গুজরাট অধিনায়ক। হার্দিকের ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান। 

শেষ দিকে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ঋদ্ধিমান। মিলারের ১৫ রানে অপরাজিত থাকার দিনে ঋদ্ধিমান খেলেছেন ৫৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। চেন্নাইয়ের হয়ে পাথিরানা দুটি এবং মঈন নিয়েছেন একটি উইকেট 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৩৩ রানে থামে চেন্নাই। চারবারের চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। এ ছাড়া নারায়ন জগদেশান খেলেছেন অপরাজিত ৩৯ রানের ইনিংস। গুজরাটের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।