বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:24 রবিবার, 15 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কোভিড নেগেটিভ হয়ে ফেরার পর ম্যাচ খেলতে নামার আগে খুব বেশি অনুশীলনের সুযোগ পাননি সাকিব আল হাসান। প্রথম টেস্টের জন্য সাকিবের প্রস্তুতি কেবল আধ ঘণ্টার ব্যাটিং অনুশীলন। বোলিং অনুশীলন না করলেও চট্টগ্রামের প্রথম দিনে মিতব্যয়ী বোলিং করেছেন সাকিব।

প্রথম দিন দলের সেরা মিতব্যয়ী বোলারও তিনি। এমন বোলিংয়ের পর রঙ্গনা হেরাথ জানিয়েছেন, সাকিব অনুশলীন না করলেও তার ওপর আস্থা রাখবেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। সাকিবের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেরাথ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, ‘আজ খুবই ভালো বল করেছে। সে-ই সবচেয়ে ইকনমিকাল বোলার। আমি ১০০ ভাগ আত্মবিশ্বাসী তার সামর্থ্যে। কোনো অনুশীলন না করলেও তার ওপর আমার আস্থা থাকবে।’

সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই জানিয়ে হেরাথ বলেন, ‘সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই। সে হয়তো কোনো অনুশীলন করেনি। কিন্তু আজ তার প্রথম বলটি ছিল নিখুঁত। যা এক কথায় অসাধারণ। আমাদেরও তার ওপর অনেক আস্থা।’

ব্যাটে-বলে সাকিব বরাবরই সেরা পারফর্মার। অধিনায়ক-কোচরা সবসময় বলে থাকেন সাকিব একাদশে থাকলে দল সাজাতে সহজ হয়। কারণ সাকিব একাই একজন বোলার এবং ব্যাটারের কাজ করেন। তাতে একাদশে একজন ব্যাটার কিংবা বোলারের আধিক্যতার সুযোগ থাকে। হেরাথও মনে করিয়ে দিলেন, সাকিব থাকলে দলের মাঝে ভারসাম্য তৈরি হয়।

হেরাথ বলেন, ‘সাকিব থাকলে দলের মধ্যে ভালো একটা ভারসাম্য তৈরি হয়। সে না থাকলে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হয় যে ব্যাট ও বলে অবদান রাখতে পারবে। সে যদি সবসময় খেলে, তাহলে দলও সবসময় ভারসাম্যপূর্ণ হবে।’