আইপিএল

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:18 রবিবার, 15 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। দলটির হয়ে তিন বিভাগেই দারুণ করছেন রশিদ খান। শুধু বোলারের তকমা ছাড়িয়ে তিনি ব্যাট হাতেও বেশ কয়েকটি ম্যাচে দলের জন্য অবদান রেখেছেন তিনি।

এই আফগান স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি মনে করেন, অধিনায়ক যে পারফরম্যান্স চায় রশিদ সেটাই করতে পারেন। বিশেষ করে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার রসায়নটা নজর কেড়েছে সাবেক এই ইংলিশ ব্যাটারের।

এ প্রসঙ্গে পিটারসেন বলেছেন, 'আপনি ভালো খেলোয়াড়দের দাবিয়ে রাখতে পারবেন না। তার (রশিদ খান) প্রেরণাদায়ী ব্যক্তিত্ব রয়েছে। সে খুবই ঠাণ্ডা মেজাজের এবং অধিনায়ক যা চায় সেটাই সে করতে পারে। সে এই মৌসুমটা খুব উপভোগ করছে। সে অনেক ব্যস্ত ক্রিকেটার এবং অধিনায়কের সঙ্গে নিয়মিত কথা বলছে, এই ব্যাপারটি দেখে ভালো লাগছে।'

রশিদ অবশ্য সব কৃতিত্ব ম্যানেজমেন্টকেই দিয়েছেন। প্রধান কোচ আশিষ নেহরা ও অন্যান্য স্টাফরা পুরো দলকেই চাঙ্গা রাখছেন। এটাই ড্রেসিংরুমের পরিবেশ বদলে দিয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের এই স্পিনার।

তিনি বলেন, 'দলের অবস্থা বেশ ইতিবাচক। আশিষ ভাই সবসময় আমাদের চাঙ্গা থাকতে বলেন, আমাদের ডায়েটের দিকেও খেয়াল রাখেন এবং বলেন একটি স্বস্তির ঘুমই প্রশান্তি এনে দিতে পারে। আমরা জিতি বা হারি আমাদের ড্রেসিংরুমের পরিবেশ একই থাকে। দলের কারো ওপর বাড়তি চাপ নেই এবং এ কারণেই আমারা আমাদের সেরাটা দিতে পারছি।'

গুজরাটের সাফল্যের কারণ ব্যাখ্যা করে রশিদ বলেছেন, 'আমরা সবাই দল হিসেবে খেলছি এবং পুরো মৌসুমেই সবাই আমাদের জয়ে অবদান রেখেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কোনো ডিপার্টমেন্ট একজন বা দুজন ক্রিকেটারের ওপর নির্ভর নয়। তাই আমরা প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন ম্যাচ উইনার পাচ্ছি এবং এর ফলাফল সবাই দেখতে পাচ্ছে।'