অস্ট্রেলিয়া ক্রিকেট

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 রবিবার, 15 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারান অ্যান্ড্রু সাইমন্ডস। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারকে বাঁচাতে চেষ্টা করেছিলেন ওয়েলন টাউনসন নামের স্থানীয় এক ব্যক্তি।

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এই দূর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১১টায়। নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিলেন সাইমন্ডস। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে মোড় নেয়ার সময় গাড়িটি উল্টে যায়।

শব্দ শুনে ছুঁটে আসেন টাউনসন। সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টায় ছিলেন তিনি। যদিও অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারকে প্রাথমিক অবস্থায় চিনতে পারেননি তিনি।

টাউনসন বলেন, 'তিনি ওখানে আটকে ছিলেন। আমি তাকে সেখান থেকে বের করার চেষ্টায় ছিলাম। আমি সিপিআর করার চেষ্টায় ছিলাম। তার পালস পরীক্ষা করে দেখছিলাম। আমি তেমন কোনো সাড়া পাচ্ছিলাম না।'

সাইমন্ডস ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাইমন্ডস ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন।

২৬টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি ও ১৯৮টি ওয়ানডে রয়েছে তার নামের পাশে। সাদা পোশাকের ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে তার। ব্যাট হাতে ১ হাজার ৪৬২ রানের সঙ্গে তিনি বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।

তিন ফরম্যাটে খেললেও ওয়ানডেতেই বেশি সফল তিনি। এই ফরম্যাটে ৫ হাজার ৮৮ রানের সঙ্গে তার রয়েছে ১৩৩টি উইকেট। টি-টোয়েন্টিতে ৩৩৭ রানের সঙ্গে আটটি উইকেটও রয়েছে তার ঝুলিতে। ব্যাটে বলে পারফরম্যান্সের সঙ্গে দারুণ একজন ফিল্ডারও ছিলেন সাইমন্ডস।