আইপিএল

কোহলি-রোহিতদের ফর্ম নিয়ে চিন্তা নেই গাঙ্গুলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 রবিবার, 15 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিজেদের হারিয়ে খুঁজছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবুও তাদের নিয়ে চিন্তিত নন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তারা ছন্দে ফিরবেন।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। এরপর আগস্টে এশিয়া কাপে খেলতে যাবেন রোহিত-কোহলিরা। বিশ্ব আসর অনেক দেরি তাই তাদের ফর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন না গাঙ্গুলি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আমি রোহিত বা বিরাটের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নই। ওরা খুব বড় প্লেয়ার...ভালো মানের খেলোয়াড়। বিশ্বকাপের অনেক দেরী রয়েছে এবং আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে, ওরা টুর্নামেন্টের নিজেদের সেরা ছন্দেই থাকবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একদমই ফর্মে নেই রোহিত। ১২ ম্যাচে মোটে ২১৮ রান করেছেন তিনি। ছন্দে নেই কোহলিও। রোহিতের চেয়ে এক ম্যাচ বেশি খেলে কোহলির ব্যাট থেকে এসেছে ২৩৬ রান।

কোহলি-রোহিতরা ফর্মে না থাকলেও আলো ছড়াচ্ছেন ভারতের এক ঝাঁক পেস বোলার। এরই মধ্যে উমরান মালিক, মহসিন খানদের মতো বেশ কয়েকজন পেসার নিজেদের ভিন্নভাবে চিনিয়েছেন। বিসিসিআই সভাপতি পেসারদের উত্থানে দারুণ আনন্দিত।

গাঙ্গুলি বলেছেন, ‘বোলারদের দাপট দেখে আমি খুব খুশি। মুম্বই এবং পুনের উইকেট খুব ভালো বল করছে এবং তারা ভালো বাউন্স বের করছে। স্পিড মার্চেন্টদের পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করছে।’

বিশেষ করে উমরানকে প্রশংসায় ভাসিয়েছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘কতজন ১৫০ কিলোমিটারে বল করতে পারে? বেশি নয় কিন্তু। ওকে জাতীয় দলে নেওয়া হলে আমি অবাক হব না। যদিও ওর পারফরম্যান্স নিয়ে সতর্ক থাকতে হবে। উমরান সবচেয়ে দ্রুত এখন। আমি কুলদীপ সেনকেও পছন্দ করি। এ ছাড়াও, টি নটরাজন প্রত্যাবর্তন করেছেন। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি তো রয়েছেনই। তবে সবটা নির্বাচকদের উপর নির্ভর করছে।’