বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

চট্টগ্রামের উইকেটে রানবন্যা দেখছেন করুনারত্নে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:28 শনিবার, 14 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই রানপ্রসবা। দিনের শুরুতে বোলাররা কিছুটা সুবিধা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটারদের আধিপত্য বাড়তে থাকে। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেও মনে করেন এই ম্যাচে রান বন্যা হতে চলছে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে করুনারত্নে জানিয়েছেন, ২০ উইকেট তুলে নেয়া মোটেই সহজ ব্যাপার হবে না। এমনকি এই উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না বলেও মনে করেন তিনি। উইকেট পেতে হলে বোলারদের মাথা খাটাতে হবে এমনটাই ধারণা তার।

এ প্রসঙ্গে করুনারত্নে বলেছেন, ‘(২০ উইকেট নেওয়া) সহজ হবে না। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এ উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না। তবে আমি মনে করি, আপনি যদি মাথা খাটিয়ে বোলিং করতে পারেন, তাহলে উইকেট পেতে পারেন।’

বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজে একটি টেস্ট চট্টগ্রামে খেলেছিল শ্রীলঙ্কা। ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া সেই টেস্টে প্রথম ইনিংসে ৫১৩ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেতে ৭১৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ৩০৭ রান করলে ম্যাচটি ড্র হয়।

৪ বছর পর বাংলাদেশ সফরে এসেও উইকেটে বোলারদের কিছু দেখছেন না করুনারত্নে। তিনি বলেছেন, ‘দেখে মনে হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট উইকেট, বোলারদের জন্য কিছুই নেই। আমি যেমনটা বললাম, মাথা খাটিয়ে বোলিং করতে পারলে এখানে ২০ উইকেট নেওয়া যাবে। যদি উইকেট নাও আসে, তবু মাথা খাটিয়ে ব্যতিক্রম কিছু চিন্তা করতে হবে। আমরা সেভাবেই পরিকল্পনা করছি।’