নেদারল্যান্ডস ক্রিকেট

নেদারল্যান্ডসের অন্তবর্তীকালীন প্রধান কোচ রায়ান কুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:09 শনিবার, 14 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও কোচিং করানোর মতো অবস্থায় নেই অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

ক্যাম্পবেলের জায়গায় অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রায়ান কুক। এদিকে গ্রীষ্মের শেষ দিকে দলের যোগ দিতে পারেন ক্যাম্পবেল। বিষয়টি নিশ্চিত করেছে নেদার‌ল্যান্ডস ক্রিকেট বোর্ড।

নেদারল্যান্ডসের পিটার বোরেন ও পিটার সেলারের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে কুকের। হোবার্ট হারিকেনসের সহকারী কোচ ছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, দক্ষিণ আফ্রিকার যুব দল এবং বাংলাদেশের হয়ে কাজ করেছেন কুক। 

বাংলাদেশে কুকের দায়িত্ব ছিল ফিল্ডিং কোচ হিসেবে। নেদারল্যান্ডসের সঙ্গে যোগ দিতে পেরে বেশ রোমাঞ্চিত কুক। সেই সঙ্গে ডাচ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে দলকে এগিয়ে নিতে ‍মুখিয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক এই ফিল্ডিং কোচ।

২০১৭ সালের এপ্রিল থেকে নেদারল্যান্ডসের কোচ হিসেবে কর্মরত আছেন ক্যাম্পবেল। দলটির হয়ে নিউজিল্যান্ড সফর শেষ করে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছোট ছেলের সঙ্গে মাঠে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ক্যাম্পবেল। 

শুরুতে হাসপাতালটির আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) অবস্থান করছিলেন তিনি। তার অবস্থা ভালোর দিকেই ছিল এবং ডাক্তাররা তাকে সুস্থ করার পথেই ছিলেন। কিন্তু ১৯ এপ্রিল সকাল ৬ টায় জানা যায়, তিনি কোমায় চলে গেছেন। যদিও পরবর্তীতে কোমা থেকে ফিরে সুস্থ হওয়ার পথে রয়েছেন ক্যাম্পবেল। ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকেও।