আইপিএল

যেকোনো জায়গায় ব্যাটিং করার সামর্থ্য আছে: লিভিংস্টোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:31 শনিবার, 14 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিয়াম লিভিংস্টোনের ৪২ বলে ৭০ রানের সুবাদে শুক্রবার (১৪ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে পাঞ্জাব কিংস। দল জিতিয়ে ইংলিশ এই অলরাউন্ডারের দাবি, যেকোনো পজিশনেই ব্যাটিং করার সামর্থ্য রয়েছে তার।

এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লিভিংস্টোন। ১২ ম্যাচে ৩৫ গড়ে চার হাফ সেঞ্চুরিতে করেছেন ৩৮৫ রান। যেখানে ১০ ম্যাচেই ব্যাটিং করেছেন চার নম্বরে আর এই পজিশনেই করেছেন চারটি ফিফটি। ১৮০.৭৫ স্ট্রাইকরেটই প্রমাণ করে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন এই স্টাইলিস ব্যাটার।

ইংলিশ এই ব্যাটার বলেন, ‘আমি ওই মুহূর্তে বল খুব ভালো দেখতে পারছি এবং দলের জয়ে পারফর্ম করতে পেরে ভালো লাগছে। যেখানেই খেলি, বিভিন্ন পজিশনে ব্যাটিং করি। যেকোনো জায়গায় ব্যাট করার সামর্থ্য আমার আছে এবং এটাই আমাকে এই ম্যাচে ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করেছে।'

শুক্রবার (১৩ মে) বেঙ্গালুরুর বিপক্ষে আগে ব্যাটিং করে পাঞ্জাব। ওপেনিংয়ে ব্যাটিং করে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। ২৯ বলে সাত ছক্কা ও চার চারে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যা পাঞ্জাবের ইনিংসের ভিত গড়ে দিয়েছে।

বেয়ারস্টোকে প্রশংসায় ভাসিয়ে লিভিংস্টোন বলেন, ‘জনি অসাধারণ ছিল এবং সুর বেধে দিয়ে গেছে। তখন থেকেই আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। আমার জন্য একটা সুযোগ ছিল এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। জনি বাকি ব্যাটারদের জন্য কাজ করে দিয়ে গেছে এবং এমন ভালো পিচে আমরা ব্যতিক্রমী বোলিং করেছি।'

চলতি আসরে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়ে টেবিলের ছয় নম্বরে পাঞ্জাব। নেট রানরেট +০.০২৩। তারপরেও পাঞ্জাবের প্লে-অফ খেলা অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে।