বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

পরীক্ষায় ৬০-৭০ পেলে হবে না সাকিবের, ইঙ্গিত ডমিঙ্গোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:30 শুক্রবার, 13 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। এর ফলে তাকে ছাড়াই চট্টগ্রাম টেস্টে খেলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। যদিও শুক্রবার তিনি কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। ফলে চট্টগ্রাম টেস্টে তার খেলার জোর সম্ভাবনা রয়েছে।

শুক্রবারই তার দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেয়ার কথা রয়েছে। যদিও তার খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন ৬০-৭০ ভাগ ফিট হলেও টেস্ট ম্যাচ খেলা খুবই কঠিন।

সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এটা খুব কঠিন (৬০-৭০ ভাগ ফিট হলেও খেলানো)। টেস্ট ক্রিকেট কঠিন। খেলা এবং অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে খেলা আরো কঠিন। এর ওপরে কোভিড থেকে সেরে উঠেছে। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে প্রায় ৬ ঘণ্টা মাঠে থাকতে হয়। অনেকটা সময়, পুরো পাঁচদিনই। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। অবশ্যই আমরা তাকে পেতে চাই। সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটার সে।’

সাকিব বাংলাদেশ দলের প্রাণভোমরা। তাকে পেতে যেকোনো কোচ-অধিনায়কই মুখিয়ে থাকেন। তিনি খেললে একজন ব্যাটার ও একজন বোলারের শূন্যতা একাই পূরণ করেন তিনি। সাকিব খেললে ৬-৭ নম্বরে ব্যাটিং করার সঙ্গে ১৫-২০ ওভার তার বোলিংও করতে হবে।

সাকিব যেন নিজের সেরাটা দিতে পারেন সেই দিকেই লক্ষ্য রাখছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে সে যেন তার পারফর্ম করার সকল সুযোগ পায়। আমাদের দেওয়া ভূমিকায় সে যেন ঠিকঠাক পারফর্ম করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একদিনে তাকে অন্তত ১৫ ওভার বোলিং করতে হবে। ব্যাটিংয়ে টপ সিক্স বা সেভেনে ব্যাটিং করতে হবে এবং তিন বা চার ঘণ্টা ব্যাটিং করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তাই শনিবার তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন দলের কোচিং স্টাফরা। হঠাৎ করে টেস্ট খেলতে নেমে যাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন। তাই সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ম্যানেজমেন্ট।

ডমিঙ্গোর ভাষ্য, ‘নিশ্চিতভাবেই তার ফিটনেস পরীক্ষা করতে হবে। কোভিড থেকে সেরে উঠেছে মাত্র এবং খুব বেশি ক্রিকেট কিন্তু খেলেনি। সে অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড়, যে দলে ভারসাম্য নিয়ে আসে। তাকে আগামীকাল আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।'