কমনওয়েলথ গেমস

কমনওয়েলথ গেমসে কন্যাকে সঙ্গে রাখার অনুমতি পাননি বিসমাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:07 শুক্রবার, 13 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ নারী ক্রিকেট বিশ্বকাপে মেয়ে ফাতিমাকে ড্রেসিংরুমে রেখে ম্যাচ খেলেছিলেন বিসমাহ মারুফ। আসন্ন কমনওয়েলথ গেমসেও মেয়েকে কাছাকাছি রাখতে বাড়তি দুটি অ্যাক্রিডিটেশন কার্ড প্রয়োজন ছিল তার। কিন্তু আয়োজকরা তাতে অস্বীকৃতি জানানোয় মেয়েকে গেমস ভিলেজের বাইরে রেখে মাঠে নামতে হবে পাকিস্তানের অধিনায়ককে।

বিসমাহ বাইশ গজে ব্যাটিং করার সময় ড্রেসিং রুম থেকে তার মেয়ে অপলক তাকিয়ে আছে কিংবা ম্যাচ শেষে ফাতিমাকে নিয়ে আনন্দে মেতেছেন ভারতীয় নারী ক্রিকেটাররা এমন সব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়ে।

আসন্ন কমনওয়েলথ গেমসেও মেয়েকে সঙ্গে নিয়ে সফরে যেতে চেয়েছিলেন বিসমাস। মেয়েকে দেখা শুনা করার জন্য বিসমাহর মাকেও সঙ্গে থাকতে হতো। তাই এশিয়ান গেমস কতৃপক্ষের কাছে দুটি বাড়তি অ্যাক্রিডিটেশন কার্ড চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শেষ পর্যন্ত তা পায়নি।

গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের ২২ জনের বহর থেকে যেকোনো দুজনকে বাদ দিতে হবে। কিন্তু পিসিবির পক্ষে সেটি সম্ভব ছিল না বিধায় অ্যাক্রিডিটেশন পাননি বিসমাহর মা ও কন্যা।

যে কারণে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নিয়ে দ্বিতীয়বার ভাবতে শুরু করেছিলেন বিসমাহ। তবে শেষ পর্যন্ত মেয়েকে নিয়েই ইংল্যান্ডে যাবেন পাকিস্তানের অধিনায়ক। ফাতিমা থাকবে গেমস ভিলেজের বাইরের এক হোটেলে, বিসমার মায়ের সঙ্গে।

আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের এবারের আসর। এখানে পাকিস্তান নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন বিসমাহ।